মুজিব

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২১ আগস্ট, ২০১৮, ০৭:৫৭:৫৩ সন্ধ্যা



মুজিব মানে জাতির পিতা -

বন্ধু বাঙালীর,

আপোষবিহীন

বিদ্রোহী এক বীর।

মুজিব মানে বাংলাদেশের

চিরসবুজ নেতা,

স্বদেশপ্রেমিক -

জন্ম স্বাধীনচেতা।

মুজিব মানে মায়ের হাসি-

বাবার ভালবাসা,

ভাইয়ের -বোনের

স্বপ্ন-আলো-আশা।

মুজিব মানে বাঁচতে শেখা -

চলতে শেখা পথ,

ভালবেসে

মরার সাহস সৎ।

মুজিব মানে জল থৈ থৈ

নদীর কলতান,

দোয়েল-শ্যামা

হাজার পাখির গান।

মুজিব মানে সবুজ-শ্যামল

বাংলাদেশের মাঠ,

শাপলা-ঝিল আর

পদ্মদিঘির ঘাট।

মুজিব মানে শারদ-রাতের

চাঁদের মধুর হাসি,

কবির কলম -

কাব্য-ছড়ার রাশি।

মুজিব মানে কৃষাণবধুর

নকসি করা কাঁথা,

বটের ছায়ায় প্রাণের

বিছান পাতা।

মুজিব মানে সবুজ বুকে

লাল সুরুজের মুখ,

পাখির ডানায়

সার্বভৌম সুখ।

মুজিব মানে বাংলাভাষা-

মুক্তগলার গান,

চিরঞ্জীবী

মৃত্যুহীন এক প্রাণ।

মুজিব মানে আঁধার শেষে

ভোরাই আলোর রবি,

মুজিব ছাড়া যায় না আঁকা

বাংলাদেশের ছবি।

বিষয়: সাহিত্য

৮২০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385804
২৪ আগস্ট ২০১৮ দুপুর ০৩:৩৩
কালের-কন্ঠ লিখেছেন : মুজিব মানে ভুভুক্ষ মানুষের
কান্নার অব্যক্ত নাম,
মুজিব মানে দু”খী মানুষের
বিভৎস নেতার নাম।
মুজিব মানে জম্ন দেয়া
অনাকাংখিত নাম
মুজিব মানে লুটে খাওয়া
খেটে খাওয়া বাংগালীর ঘাম।
মুজিব মানে.....
আর বলতে চাইনা। আমার বাবাকে যারা হত্যা করেছে, আমার নেতাকে যার প্রেতাত্মা ফাসী দিয়েছে, আমার ভাইকে যে গুম করেছে, আমার বোনকে যারা ধর্ষন করেছে, ওরা আমার শ্রদ্ধার নিবেদনের মত কেউ নয়।
385805
২৪ আগস্ট ২০১৮ দুপুর ০৩:৩৯
কালের-কন্ঠ লিখেছেন : নববধূকে রাস্তায় ধর্ষন করার পর যে নেতা বিচার করেনি তার সন্তানের, এমন ব্যাংক ডাকাতের পিতার জন্য জমে থাকাকরুণা ছুড়ে ফেলে দিয়েছি।

ওর মেয়ের অবৈধ প্রধানন্ত্রীর ঘৃন্যতম কর্মে জাতি দিশেহারা। বিচার ব্যবস্থা থেকে শুরু করে যে সব কিছুকে মুছে দিয়েছে হত্যা করেছে হাজারো মানুষ, এমন ধিকৃত মানুষদের গোষ্ঠীকে ঘৃণা করি। িএ জাতিকে জিম্মি করে যে চিরদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল বাকশাল কায়েম করে, আমরা কি ভুলে গেলাম সে বিভীষিকাময় 75কে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File