ভয়গুলো ভূত হয়
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৫ আগস্ট, ২০১৮, ০৯:০৪:৪৬ সকাল
রাত-বিরেতে নিজন পথে
চলতে গিয়ে একা-
কেউ পেয়েছো ভূত বাবাজীর দেখা?
ঝড়ের রাতে পোড়োবাড়ির
মধ্যে হঠাৎ ঢুকে-
কেউ পড়েছো ভূত-বিপদের মুখে?
জোছনা রাতে বিরান মাঠে
পেত্নী ভূতের বিয়ে-
কেউ দেখেছো নিজের দু'চোখ দিয়ে?
নিবিয়ে আলো একলা ঘরে
রাতের বেলা নিতি-
টের পেয়েছো ভূতের উপস্থিতি?
কেউ দেখেনি ভূত কখনও
শুনে শুনেই বলা-
ভূতের ভয়েই শুকায় তবু গলা।
ভয়ের ভেতর ভূতের বাসা
মনের ভেতর ভয়-
জুৎ পেলে খুব ভয়গুলো ভূত হয়।
বিষয়: সাহিত্য
৮৮৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন