দীর্ঘ ছড়া - ছিঃ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১২ নভেম্বর, ২০১৫, ০৮:০৬:২২ সকাল
কুঁড়ে ঘর বাড়ি আছে,
টাকা কাড়ি কাড়ি আছে।
লোভ, আড়াআড়ি আছে,
ঘৃণা, ছাড়াছাড়ি আছে।
দামি দামি শাড়ি আছে,
মদ, গাঁজা, তাড়ি আছে।
টুপি, টিকি, দাড়ি আছে,
পুলিশের ফাঁড়ি আছে।
ভাত রাঁধা হাড়ি আছে,
টাটাদের গাড়ি আছে।
নেই বলো তো কী?
বলতে নেই! ছিঃ!!
২
বৈষ্ণব, হাজি আছে,
আসামি ও কাজি আছে।
নৌকোর মাঝি আছে,
ফুলে ভরা সাজি আছে।
ঝাল ঝোল ভাজি আছে,
রাজি, নিমরাজি আছে।
বোমা আছে, বাজি আছে,
মস্তান, পাঁজি আছে।
গাঁজা আছে, গাজী আছে,
বহিন ও মা’জী আছে।
নেই বলোতো কী?
বলতে নেই, ছিঃ!!
৩
ভালোবাসা বাসি আছে,
সুখে হাসাহাসি আছে।
খুকখুকে কাশি আছে,
মামা-মেসো-মাসি আছে।
টাটকা ও বাসি আছে,
কৃষ্ণের বাঁশি আছে।
ভীড় ঠাসাঠাসি আছে,
দাসি আছে, চাষি আছে।
কচি পাঠা, খাসি আছে,
জেল আছে, ফাঁসি আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ!!
৪
রাগ, চুলোচুলি আছে,
পিস্তলে গুলি আছে।
রঙ আছে, তুলি আছে,
ঢাক, ঢোল, ঢুলি আছে।
ভিক্ষার ঝুলি আছে,
পিঠে- ভাঁপা পুলি আছে।
মাথা আর খুলি আছে,
দুইচোখে ঠুলি আছে।
শিশুরাও কুলি আছে,
বড় বড় বুলি আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ!!
৫
মোগলাই খানা আছে,
নানী আর নানা আছে।
নদী ভরা পানা আছে,
দুধ, দই, ছানা আছে।
ফিজি আছে,ঘানা আছে,
দু’টো চোখই কানা আছে।
হাত ধরে টানা আছে,
জঙ্গির হানা আছে।
সবকিছু জানা আছে,
সাঁচা বলা মানা আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ!!
৬
কাজ পেতে ঘুষ আছে,
ষাঁড়ে ষাঁড়ে ঢুঁশ আছে।
জ্ঞান আছে, হুঁশ আছে,
ব্যাক, ইন পুশ আছে।
মাংসের জুস আছে,
ভাঙা চোরা রুশ আছে।
ভুল করে ধুস আছে,
পদতলে ঠুস আছে।
লাদেন ও বুশ আছে,
দিল তোফা খুশ আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ! !
৭
লাল কালো সাদা আছে,
তোষামোদ, সাধা আছে।
কাঁদা আর কাদা আছে,
সুখে শাহজাদা আছে।
সা রে গা মা পা ধা আছে,
সৎ কাজে বাধা আছে।
চতুর ও হাঁদা আছে,
ছিনতাই, চাঁদা আছে।
কৃষ্ণ ও রাধা আছে,
দাদাদেরও দাদা আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ! !
৮
জানালায় উঁকি আছে,
ধাড়ি খোকা খুকী আছে।
দালাল ও বুকি আছে,
দুধ চুক চুকই আছে।
কচু আছে, মুখি আছে,
ভুখা,নাঙ্গা, দুখী আছে।
লাল টুক টুকই আছে,
রাজরোষে “সুকি” আছে।
ভোট দেওয়া ঝুঁকি আছে,
“ওনারাই” সুখী আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃছিঃ!!
৯
আম জাম লিচু আছে,
মাথা উঁচু নীচু আছে।
ইঁদুরের চিঁ চুঁ আছে,
টান কারো পিছু আছে।
খোদা হরি যিশু আছে,
পথে ঘাটে হিসু আছে।
অবৈধ শিশু আছে,
চড় কিল ডিস্যু আছে।
বন্ধের ইস্যু আছে,
আরো কত কিছু আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ!!
১০
ঘড়ি টং টং আছে,
‘রং’ আছে, রঙ আছে।
অং বং চং আছে,
বহুরূপী সং আছে।
কাশি খং খং আছে,
লোহা আছে, ঝং আছে।
মেয়েদের ঢং আছে,
চিন, হংকং আছে।
শর্ট আর লং আছে
খেলা পিং পং আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ!১১
মোবাইলে হ্যালো আছে,
জল তোলা স্যালো আছে।
দু’টো চোখ ম্যালো আছে,
আটা মেখে ব্যালো আছে।
তেলো চুলে ত্যালও আছে,
কাক আছে, ব্যালও আছে।
ঠ্যালাগাড়ি ঠ্যালো আছে,
ল্যাং মেরে ফ্যালো আছে।
খ্যালারাম খ্যালো আছে,
সবকিছু গ্যালো আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ! !
১২
বুদ্ধির ঢেঁকি আছে,
বিস্ময়ে ‘সে কী’ আছে।
আসল ও মেকি আছে,
লেখা আর লেখি আছে।
মেয়ে দেখা দেখি আছে,
হ্যান্ড ধরে শেকই আছে।
নোট আর চেকই আছে,
নদী দেহে বেঁকি আছে।
ন্যাকা আছে, নেকি আছে,
কুকুরের খেঁকি আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ! !
১৩
পুলিশের জেরা আ্ছে,
কাঁটাতারে ঘেরা আছে।
করাতের চেরা আছে,
গুন্ডার সেরা আছে।
তেরা আছে, মেরা আছে,
বাউলের ডেরা আছে।
খান্না ও বেরা আছে
গুহা আল্ হেরা আছে।
খালি হাতে ফেরা আছে,
মহাসুখে “এরা” আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ!
১৪
ডানা কাটা পরী আছে,
রূপ আহা মরি আছে।
মাল টানা লরী আছে,
সোনা ভরি ভরি আছে।
হার সাতনরী আছে
হাত ধরা ধরি আছে।
ছুট পড়ি মরি আছে,
সুখ শুধু ওরই আছে।
থ্যাংক ইউ সরি আছে,
বলো হরি হরি আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ! !
১৫
বৃটিশের বুট আছে,
ব্লাক করা রুট আছে।
ছুট, দলছুট আছে,
বুদ্ধিতে কুট আছে।
অমা ঘুটঘুট আছে,
দিবালোকে শ্যুট আছে।
মরুদেশে উট আছে,
লুট, হরিলুট আছে।
ছিটকিনি খুট আছে,
সবকুছ্ ঝুট্ আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ! !
১৬
মোটা আর মুটি আছে,
সিনেমায় জুটি আছে।
খুব ছোটাছুটি আছে,
হেসে লুটোপুটি আছে।
দাবা আছে, গুটি আছে,
মোরগের ঝুঁটি আছে।
গুলি ফোটাফুটি আছে,
ছিঁড়ে কুটি কুটি আছে।
কাঁচা ঘরে খুঁটি আছে,
চেপে ধরা টুটি আছে।
নেই বলো তো কী?
বলতে নেই, ছিঃ! !
১৭
টক ঝাল নুন আছে,
কাঁচা বাঁশে ঘূণ আছে।
জানুয়ারি, জুন আছে,
ঝড় টাইফুন আছে।
মুন, হানিমুন আছে,
দোষ আর গুণ আছে।
শক আছে, হুন আছে,
দুন,দেরাদুন আছে।
ধর্ষণ, খুন আছে,
মুখে কালি, চুন আছে।
নেই বলো তো কি?
বলতে নেই, ছিঃ! !
বিষয়: সাহিত্য
১৫০১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমতকার, অসাধারণ!!
আপনার কলম আরও শাণিত হোক!!
রাজা আছে বাজা আছে৷
হাকিম আছে কোট আছে৷
পুলিশ আছে থানা আছে৷
বলততো নাই কি?
বলতে নাই ছিঃ৷
চমৎকার৷
পড়তে বেশ ভালো লাগচ্ছে ।
মন্তব্য করতে লগইন করুন