এসেছে শীত !

লিখেছেন লিখেছেন তরিকুল হাসান ১২ নভেম্বর, ২০১৫, ১১:৪৫:৩৯ সকাল

এসেছে আবার শীত,

কুয়াশার ছায়া;

নেমেছে আবার হিম,

শিশিরের মায়া।

ভুলেছে সবিতা পথ,

আধাঁরের দেশে,

নামিল শশী ধরায়,

অবশেষে হেসে।

অচলের ধারা বেয়ে,

নেমে এলো নীর ;

নীহারের তাই আজ

জেগে ওঠে শির।

পিঠে-পুলি নিয়ে বধূ,

খুব বুঝি ব্যস্ত;

হিম হিম রব শুনে,

সব মোহ-গ্রস্থ।

সরোবরে জমে থাকে,

এক গলা জল,

কিশোরীর তনু ভিজে,

ভিজে না কুন্তল।

উড়ে যায় কোকিলেরা,

ঠক ঠক কেঁপে,

হিমালয় পার হয়ে,

শীত আসে ঝেপে।

----

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349486
১২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক ধন্যবাদ
১২ নভেম্বর ২০১৫ দুপুর ০২:৪১
290074
তরিকুল হাসান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
349514
১২ নভেম্বর ২০১৫ রাত ০৮:২১
শেখের পোলা লিখেছেন : চমৎকার হয়েছে৷
১২ নভেম্বর ২০১৫ রাত ১১:২৭
290126
তরিকুল হাসান লিখেছেন : ধন্যবাদ।
349570
১৩ নভেম্বর ২০১৫ সকাল ০৫:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার হয়েছে।
১৩ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
290146
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।
350371
১৯ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৪০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সুন্দর ছন্দ।
০৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২০
292923
তরিকুল হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File