বাংলা কবিরই দ্যাশ্ তো
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৪ নভেম্বর, ২০১৫, ১১:৫৯:১০ সকাল
এক
কবিতা লেখা তো ভীষণ সহজই
লাগেনা ছন্দ-ফন্দ,
মুখের ভাষাতে ব্যাঁ ব্যাকরণেতে
আধুনিক বাক-বন্ধ।
অর্থ লাগেনা - শর্তটা শুধু-
খেই হারা কিছু শব্দ-
সাজিয়ে দিলে তা - চমকাবে পিলে
আঁধারে পাঠকই জব্দ।
দু'লাইন লিখে - খ্যাতি দিকে দিকে
কবি খুবই ব্যাতি-ব্যাস্ত,
সকলেই কবি- কেউ কেউ নয়,
বাংলা কবির দ্যাশ তো!
দুই
ছড়াটা আসেনা - কড়াটা মেজাজ
গড়াটা সহজ নয়তো,
টানটান চাই ছন্দের জ্ঞান
ওখানে সবারই ভয় তো!
ছড়া শিশু-খেলা - করে' অবহেলা
কবি দেয় গালি নিত্যি-
মূলো খাওয়া নূলো ছড়াকারগুলো
দেখলেই জ্বলে পিত্তি।
ছড়াকার হাসে - " আঁখিজলে ভাসে "
কবিতার এ কী ভাগ্য!
ছন্নছাড়ারা অন্ন ছড়ায় -
খায় এসে কত কাক গো!!
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গড়াটা সহজ নয়তো,
টানটান চাই ছন্দের জ্ঞান...
যথার্থ বলেছেন, সহমত
ছড়াতে জানেনা ছন্দ!
ছড়ানো দেখিলে ঠোঁট মারে,
তবে কি হবে তা মন্দ?
সবারই জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন