হরি-ললিতের সাধু-চলিত
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৫ নভেম্বর, ২০১৫, ১০:৩৬:৫৬ সকাল
হরি-ললিতের সাধু-চলিত
শঙ্কর দেবনাথ
চলিত ভাষায় বলবে কথা,
লিখবে সাধু ভাষায়-
পাঠ দিতেছেন ব্যাকরণের
হরি মাষ্টারমশায়।
চন্দ্র সাধু চাঁদ কিবা চান-
শব্দ দুটো চলিত,
বলতো এবার কী বলেছি?
কী বুঝেছিস ললিত?
ললিত করে কাঁচুমাচু ,
সব বুঝেছি তবে-
চরণ ও পদ শব্দ দুটোর
চলিতটা কী হবে?
মাষ্টারে কন ভেংচি কেটে -
সব বুঝেছ? ব্যাঙ,
চরণ, পদের চলিত তো পা,
আরো চলিত ঠ্যাং।
ব্যাকরণ না জেনে স্যার
ভুল করেছি আমি,
জেনে বুঝেও ভুল করেছেন,
আপনী খোদ আসামী।
লেখার সময় গ্রামার মেনে
লিখব ললিতচরণ,
বলার সময় ললিত ঠ্যাং,
নয়কো নড়ন চড়ন।
ব্যাকরণের নিয়ম জানেন,
কিন্তু মানেন তা কি?
হরিপদ হয় হরিঠ্যাং,
সেটাও জানেন না কি?
বিষয়: সাহিত্য
১৩১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সামি = অতিপর্বে ২ মাত্রা
পড়তে হবে
খোদ আসামি= খোদাসামি
মন্তব্য করতে লগইন করুন