একটি গোলাপ কুঁড়ি

লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৫:১৮ সকাল



গোলাপ ঝাড়ের একটি চিকন ডালে

দেখিলাম আজ একটি গোলাপ কুঁড়ি।

রুপ সৌন্দর্য্যে নেইকো তাহার জুড়ি

নেচে নেচে যাচ্ছে বাতাসের তালে তালে।

মোর হৃদয় শিলীমূখ আনন্দিত তা দেখে

সুখের আবেশে কাঁপিতেছে থেকে থেকে।

দিশেহারা হয়ে জড়িয়েছে আচম্বিতে

তাহার সুতিব্র মায়াবী রুপের জালে।

বিষয়: সাহিত্য

১৫৫৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295414
১৮ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩০
পুস্পগন্ধা লিখেছেন : একটি গোলাপ কুঁড়ি নাতো!!!!! চারটি
Winking Winking Winking
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫১
238899
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : "গোলাপ ঝাড়ের একটি চিকন ডালে
দেখিলাম আজ একটি গোলাপ কুঁড়ি"

গোলাপ ঝাড়ের অনেক গোলাপ ফুলের মাঝে একটি ফুল আমার মন চুরি করেছে, সবগুলো পারেনি। তাই আমি একটি গোলাপ কুঁড়ির কথায় ভাবছি। হ্যা ঐ গোলাপ কুঁড়িটির কথা। শুধু সেই একটির।

Thank you for your exceellent observation.
295424
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০১
লজিকাল ভাইছা লিখেছেন : মোর হৃদয় শিলীমূখ আনন্দিত তা দেখে

সুখের আবেশে কাঁপিতেছে থেকে থেকে।
nice,
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩
238900
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : হুম কুছ কুছ হোতা হায়।Winking
295443
১৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫০
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : সুন্দর কবিতা। ভালো লাগলো। Rose Rose
১৮ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২১
238957
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ধৈর্য্য ধরে পড়ার জন্য।
295643
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৩৩
জোনাকি লিখেছেন : সুন্দর। তবে সাধু ভাষায় কেন?
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
239228
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ভাবটা মনে হ্য় সাধু সেজে এসেছিলো তাই সাধু ভাষায়। Winking
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৪
239234
জোনাকি লিখেছেন : হু, সুন্দর জবাব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File