প্রশ্ন রইলো! বাঁচতে হলে জানতে হবে
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ১৮ আগস্ট, ২০১৫, ০৭:২৫:২৪ সকাল
ভেবেকি দেখেছো কখনো তুমি
হয়ে ভীষণ হন্যে?
কোথা থেকে তুমি এসেছো ধরায়
কেন? কিসের জন্যে?
সৃষ্টি তোমায় করলো কেবা?
হেতুটাই বা তাঁর কি?
নাকি তুমি হঠাৎ করেই
"এমন তুমি" আর কি?
সৃষ্টি, তা হোক খুব নগন্য
কারন ছাড়া হয় কি?
তাহলে কেন সৃষ্টি তোমার
জানা উচিৎ নয় কি?
বিষয়: বিবিধ
১৬৩১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ ব্যস্ত দুনিয়ার কামনা বাসনা পূরনে জীবনের প্রতিটি পরতে
সুন্দর লিখার জন্য ধন্যবাদনিন
মন্তব্য করতে লগইন করুন