শীতের বুড়ি
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২২ ডিসেম্বর, ২০১৫, ০৩:০২:১৩ দুপুর
শীতের বুড়ি সাত সকালে
সাদা কাপড় গায়।
রেগে যেনো সবার দিকে
কটমটিয়ে চায়।
রাগের ঝাঁঝে কেউবা আবার
ঠকঠকিয়ে কাঁপে।
কেউবা আবার আগুন পোহায়
শীতকে তাড়ায় তাপে।
যেযাই বলুক শীতের সকাল
লাগে বড্ড ভালো।
যখন কুয়াশা চাদর চিরে
ঠিকরে বেরোয় আলো।
খেজুর রসের সাথে আরো
মজার মজার পিঠে।
শীতের বুড়ি দুষ্টু বটে
কিন্তু বেজায় মিঠে।
বিষয়: সাহিত্য
১৬৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন