আহ্বান

লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২২ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৬:৪১ সকাল

হে তরুণ,

তুমি যেওনা ওখানে।

ঐ রহস্যময়ী নারীর কাছে।

যারা দিনে একরুপ, রাতে অন্য

হৃদয়ে যাদের দুটি রুপ আছে।

যারা একবার ফুলের মত

সুবাস বিলায় মানব হৃদয়ে।

সর্পিনীর নীল বিষে কখনো

শরীর ভরে দেয় ছোবল দিয়ে।

যারা শরীর মন নিয়ে ফেরি করে

বিকিয়ে নিজেদের সস্তায়।

অবৈধ সুখে জ্বলে, জ্বালিয়ে

অবশেসে গিয়ে পস্তায়।

বিষয়: সাহিত্য

১৫৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296407
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
লজিকাল ভাইছা লিখেছেন : যারা শরীর মন নিয়ে ফেরি করে

বিকিয়ে নিজেদের সস্তায়।

অবৈধ সুখে জ্বলে, জ্বালিয়ে

অবশেসে গিয়ে পস্তায়।

সুপার , অনেক ভালো লাগলো । ধন্যবাদ
296410
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৪
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। Happy Good Luck
296416
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৯
239925
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : Happy খুশি হলাম শুনে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।Good Luck
296430
২২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২৭
হতভাগা লিখেছেন : নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষন দুর্নিবার
২২ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
239981
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : কথা সত্য। তাই বলে সব আকর্ষণে ছুটে যেতে আছে কি???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File