ল্যাও ঠ্যালা!

লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২১ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৪:৪৯ সকাল

এক দিন এক মাতাল ডেকে

বলে ভালো লোকটাকে

"তোর মাথা এত্ত জোরে, ঘোরে ক্যারে?"

কি জালা!

ল্যাও ঠ্যালা।

গনতন্ত্রের লেবাসে

স্বৈরতন্ত্র চেপে বসে।

শাসকগোষ্ঠী নীতিবাক্যে

যেন হরবোলা।

ল্যাও ঠ্যালা।

নষ্ট রাজনীতির আগুনে

পুড়তেছে জনগন।

বুকে কষ্টের মিছিল।

মুখে যায়না বলা।

ল্যাও ঠ্যালা।

বিষয়: সাহিত্য

১৭১৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296157
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৮
কাহাফ লিখেছেন :
নষ্ট মাতাল রাজনীতির মাইনকা চিপায় আমজনতা!
ঠ্যালা নিতে নিতে যে আর........!!! Praying Praying Praying
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
239619
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : নষ্ট মাতাল রাজনীতির মাইনকা চিপায় আমজনতা!
The statement is attested.
অনেক ধন্যবাদ.Good Luck
296158
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩০
লজিকাল ভাইছা লিখেছেন : এই ল্যাও ডিজিটাল ঠ্যালা !! ভালোই লাগলো । ধন্যবাদ ।
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৮
239625
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : বিভিন্ন প্রকার ঠ্যালা দেখে মুখের তালা খোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।Good Luck
296183
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নষ্ট রাজনীতির আগুনে
পুড়তেছে জনগন।

কথা সইত্য
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
239656
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : নষ্ট রাজনীতির আগুনে
পুড়তেছে জনগন।
তবু মুখে তালা।
ল্যাও ঠ্যালা
296211
২১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
আফরা লিখেছেন : রাজার নীতি -- রাজনীতি । আমি বুঝি কম ।

ধন্যবাদ ভাইয়া ।
২১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
239698
রুম্মাম সাকিব রুশো লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File