ল্যাও ঠ্যালা!
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২১ ডিসেম্বর, ২০১৪, ১০:৪৪:৪৯ সকাল
এক দিন এক মাতাল ডেকে
বলে ভালো লোকটাকে
"তোর মাথা এত্ত জোরে, ঘোরে ক্যারে?"
কি জালা!
ল্যাও ঠ্যালা।
গনতন্ত্রের লেবাসে
স্বৈরতন্ত্র চেপে বসে।
শাসকগোষ্ঠী নীতিবাক্যে
যেন হরবোলা।
ল্যাও ঠ্যালা।
নষ্ট রাজনীতির আগুনে
পুড়তেছে জনগন।
বুকে কষ্টের মিছিল।
মুখে যায়না বলা।
ল্যাও ঠ্যালা।
বিষয়: সাহিত্য
১৮১৮ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
নষ্ট মাতাল রাজনীতির মাইনকা চিপায় আমজনতা!
ঠ্যালা নিতে নিতে যে আর........!!!
The statement is attested.
অনেক ধন্যবাদ.
পুড়তেছে জনগন।
কথা সইত্য
পুড়তেছে জনগন।
তবু মুখে তালা।
ল্যাও ঠ্যালা
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন