একটা ছেলে দুষ্টু ছেলে
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২১ ডিসেম্বর, ২০১৪, ১০:১৩:৫২ সকাল
একটা ছেলে দুষ্টু ছেলে
ভার্সিটিতে পড়তো
সেই ছেলেটা পড়ার বেশি
মিছিল-মিটিং করতো,
হলে-স্টলে সদলবলে
সেই ছেলেটা চলতো
'ক্যাডার আমি লিডার আমি'
সেই ছেলেটা বলতো,
ক্লাশ করে না বই পড়ে না
নোট-শীটগুলা চাইতো
পাশ করলেই চলবে আমার
আছে বড় ভাই তো!
একদিন এক গ্যাঞ্জামেতে
দুই গ্রুপে লাগলো
সেই ছেলেটার লাশটি ফেলে
সাথের সবাই ভাগলো!
বিষয়: বিবিধ
৮৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
>-
মন্তব্য করতে লগইন করুন