আসুন আমরা বিবেককে শাণিত করি
লিখেছেন লিখেছেন রুম্মাম সাকিব রুশো ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৪:২৭:১৭ বিকাল
প্রহরীর অজ্ঞানতায়, অসচেতনতায় অথবা ভুলে সুন্দর বা প্রতীক্ষিত কল্যাণ কখনো মনের দরজা থেকে বাঁধা পেয়ে ফিরে যায় আহত হয়ে। আর ঠিক সেই সুযোগে অসুন্দর, অকল্যাণ ও কুৎসিত জায়গা করে নেয় হৃদয় সিংহাসনে।
আসুন আমরা আমাদের বিবেককে শাণিত করে এমন ভাবে প্রস্তুতি নিই যাতে আমাদের ভুলে সুন্দর বা কল্যাণ কখনো আহত হয়ে ফিরে না যায় মনের বাগানের প্রবেশ দার থেকে বরং কষ্ট হলেও তাকে হৃদয়ের বাগানে বিনাপাসপোর্টে বিচরণ করার অনুমতি দেই আজীবনের জন্য।
আর আমাদের সময় তথা জীবন নষ্ট করার জন্য অকল্যাণ যত রূপরস নিয়েই আসুক না কেন তা যেন ঠাঁই না পায় মনের বাগানে।
সুখে থাকুন সবাই আর ভালো থাকুক সকলের মন।
বিষয়: বিবিধ
১৫৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর আহবানের নান্দনিক উপস্হাপনা আগ্রহ সৃষ্টি করবে বিষয়টার গভীরে গিয়ে ভাবতে!
চির কল্যাণ কর সুন্দর বিবেক জেগে উঠুক- আমাদের সবার মাঝে, এই শুভ প্রত্যাশা!!!
মন্তব্য করতে লগইন করুন