আধুনিক বিশ্ব বনাম পারমানবিক অস্ত্র

লিখেছেন লিখেছেন জহুরুল ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৭:১৫ দুপুর

আজ আমরা এমন এক যুগে পৃথিবী নামক এমন একটি গ্রহে বাস করছি যেখানে কয়েক মিনিটে একটি সুসজ্জিতি দেশ ধ্বংশ করা সম্ভব।কিভাবে সম্ভব ?আমি আপনাদের সামনে তা পর্ব আকরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।বাকী আল্লাহ পাকের ইচ্ছ।

(প্রথম পর্ব )

পারমানবিক অস্ত্র

পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। সে নিউক্লিয়ার বিক্রিয়া ফিসানের ফলে অথবা ফিসান ও ফিউশান উভয়েরই সংমিশ্রনেও সংঘটিত হতে পারে। উভয় বিক্রিয়ার কারণেই খুবই অল্প পরিমাণ পদার্থ থেকে বিশাল পরিমাণে শক্তি নির্গত হয়। আধুনিক এক হাজার কিলোগ্রামের একটি থার্মো-নিউক্লিয়ার অস্ত্রের বিস্ফোরন ক্ষমতা প্রচলিত প্রায় ১ বিলিয়ন কিলোগ্রামের প্রচণ্ড বিস্ফোরক দ্রব্যের চেয়েও বেশি। এভাবেই শুধুমাত্র প্রচলিত বোমার সমান আকারেই একটি পারমাণবিক বোমা দ্বারাই একটি শহরকে ধ্বংস করে দেয়া যায়। পারমাণবিক অস্ত্রকে ধরা হয় ব্যাপক ধ্বংসযজ্ঞের এক বোমা হিসেবে। একারণেই আন্তজার্তিক বিভিন্ন নিয়ম-নীতিমালা প্রণয়নে তাদের ব্যবহার ও নিয়ন্ত্রণ সবসময়ই একটি আলোকিত বিষয় হয়ে দাড়িয়েছে।



উপরের ছবিটি একটি বোমা বিস্ফোরনের চিত্র।

ভাই আমাকে বিজ্ঞানের ছাত্র মনে করেন না।এটা নিয়ে গভীর রাজনীতি আছে।

সামনে পরবতী প্রজন্ম যে কি ভয়বহতার মুখে পতিত হবে তা চিন্তা করলে দম বন্ধ হয়ে যাবে।একক ভাবে কেউ অধিপত্য বিস্তার করতে পারবে না।মারলেই সবাই একসাথে মরবে।ভযকংর সব তথ্য থাকবে।

বিষয়: আন্তর্জাতিক

১৫০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273440
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১১
আবু আশফাক লিখেছেন : গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
273470
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২২
জহুরুল লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File