জীবন আমাদের আজ ডিজিটাল

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:২৫:৫৮ বিকাল

ফেসবুকে বন্ধু-টুইটারে ফলোয়ার, শত নয়-হাজারে হাজার, চেনা-অচেনা, নারী-পুরুষ

তারা কোথায় যায়? বিমানে নাকি গাড়িতে,

কি খায়? চায়নীজ নাকি ইন্ডিয়ান? ব্যুফে নাকি আলাকার্টা?

তাদের সেলফি দেখতে কেমন, লাইকের বন্যায় কি ভেসে গেল?

সবই আমাদের জানা চাই!

স্মার্টফোন নিয়ে বসে থাকি, মিনিটে মিনিটে চেক করি ফেবু

আনকোরা নতুন বন্ধু বা বান্ধবী পেয়ে হই বাকবাকুম

বানানো বন্ধুর দুঃখে কাঁদে আমাদের হৃদয়, কি-বোর্ডে ঝরে কুম্ভিরাশ্রু!

কিন্তু ........

ন্যাংটাকালের যে বন্ধুটি গ্রামে পড়ে আছে

তার কি দু-বেলা খাবার জোটে?

নাকি উপোস দিতে হয় মাঝে মাঝে?

তার বাচ্চাগুলি কি স্কুলে যেতে পারছে?

নাকি পেটের দায়ে য়ে টানছে সংসারের ঘানি?

তার খবর নেবার সময় কি হয় আমাদের?

কিম্বা...

চোখের সামনেই যাদের দেখি প্রতিক্ষণ

ক্লান্ত শীর্ণ দেহে যে ভ্যানওয়ালা আমার এপার্টমেন্টের দামী মার্বেল বয়ে এনেছিল

ছেড়া জামা পড়ে আর আধপেটা খেয়ে যে মাঝবয়সী রিক্সাওয়ালা

আমাদের নিয়ে যায় দাসত্বের ঘানিটানা কর্পোরেট জেলখানায়,

মায়ের আদর বঞ্চিত যে শিশুটি রেষ্টুরেন্টে আপনার টেবিল মুছে দিয়েছিলা উইক-এন্ডের পার্টিতে

ট্রাফিক জ্যামে আটকে থাকবার সময় আপনার দামী গাড়ির জানালায় এসে দাঁড়ানো রুমাল বিক্রি করা কিশোরীটি

আপনার চকচকে কর্পোরেট অফিস পরিষ্কার করছে যে ক্লিনার ছেলে বা মেয়েটি

তাদের স্টাটাস কি জানার সুযোগ কি হয় আমাদের?

তাদের আজকের রান্না কি দিবে ন্যুনতম ক্যালোরি?

নাকি কচু-ঘেচু দিয়ে শুধুই উদরপুর্তি?

জীবন্মৃত হয়ে শুধুই সুখী থাকবার অভিনয়?

অসুস্থ বাবা-মা বা সন্তান নিয়ে কি যেতে পেরেছিল ডাক্তারের কাছে?

আমাদের কত কাছেই তারা

সোস্যাল মিডিয়ার কয়েক ডজন একাউন্ট, কত নামী দামী গ্যাজেট

আমাদের তা জানাতে পারেনা!

ইন্টারনেটের জানালা খুলে আমরা বন্ধ করে দিয়েছি আমাদের মনুষত্যের দরজা!!

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268937
২৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
268946
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৪
আফরা লিখেছেন : ডিজিটাল যুগই ভাল ঘরেই সব কাজ কটতে পারি সময়ের দাম আছে !
269091
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৩৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File