অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।তোমাদের এই অর্জন আমাদের অনেক অন্যায় ভুলে থাকতে সাহায্য করবে।

লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ২৬ মে, ২০১৭, ০৩:২০:৪৭ দুপুর

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।

তোমাদের এই অর্জন আমাদের অনেক অন্যায় ভুলে থাকতে সাহায্য করবে।

যেমন আমরা ভুলে যাব শিশুকন্যা নিয়ে বাবার আত্মহনন এর কথা।

কিম্বা বিনা ভোটে নির্বাচিত (!) কোন কোন সাংসদ এর সম্পদ এর অস্বাভাবিক পরিবৃদ্ধির কথা,

ব্যাংক লুটের গল্প,

পরীক্ষায় প্রশ্নফাসের গল্প,

এমনকি হালের রেইন্ট্রির কথাও।

আমরা কলুর বলদের রঙিন ঠুলি পরে শুধু রঙিন দুনিয়া দেখে যাব।

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383139
২৬ মে ২০১৭ সন্ধ্যা ০৭:২৫
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
383148
২৬ মে ২০১৭ সন্ধ্যা ০৭:৫৯
হতভাগা লিখেছেন : আপনার কথায় মনে হচ্ছে যে বাংলাদেশ দল হারলে আমরা এসব ঘটনা ভুলে যেতাম না !!

এটার সূত্র ধরে বলা -পাকিস্তান দল ৯২ সালে জিতে ভারতের কাছে ৭১ এ পরাজয়ের কথা ভুলিয়ে দিয়েছিল , যেটা করা উচিত ছিল না ইমরান খানের দলের ?

শত দুঃখের মাঝে এই একটা কারণেই বাংলাদেশের মানুষ একটু হলেও হাসতে পারে ।

বাই দ্যা ওয়ে - পাকিস্তান কি পারবে সেমিতে পৌছাতে ? জিতলে তো সেটাকে বলা হবে দৈনন্দিন যে অনাচার হচ্ছে সেটা থেকে সাধারণ মানুষকে ভুলিয়ে দেবার জন্যই আজহার বাহিনী এরকম কাজটি করেছে! বিদায় নিলে কিন্তু ফিক্সিংয়ের অভিযোগ ফিক্সড হয়ে যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File