অধরাই যায় সে দুরের তারা
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ০৭ জুন, ২০১৭, ১০:৩৯:৩৮ রাত
সন্ধ্যা রাতের তারা টাকে বেশ কাছেই মনে হয়।
ঐতো একটা বড় মাঠ, তারপরেই দিগন্ত
দিগন্তের একটু উপরেই পুষ্ট আমের মতো ঝুলে আছে তারাটা।
জোর কদমে কয়েকটা ঘন্টা কিম্বা বড়জোড় একটা রাত
হাটলেই তো ওটা হাতের মুঠোয়।
ওটা যে সাত রাজার ধন, ওকে ছাড়া কিইবা মুল্য এই জীবনের?
এর জন্য একটা মাঠ পাড়ি দেয়া কিইবা কঠিন এমন?
সারা রাত পাড়ি দেয় পথিক, কিন্তু দিগন্ত তো আর কাছে আসেনা।
পোষ না মানা জন্তুটার মত ও শুধু দুরেই চলে যায়।
সময়ের সাথে বেড়ে যায় ওর লাফানোর গতি, স্বাস্থবান ক্যাঙ্গারুর মত।
প্তহিকের চোখ ঝাপ্সা হয়, রাত শেষ হয়, দিগন্ত থেকে হারিয়ে যায় তারা,
মনের দিগন্তে রয়ে যায় ছায়া, আহা কি সুধাই না আছে সেই তারার মাঝে!
আশা ঝুলে থাকে, আর একটা রাত, এবার নিশ্চয় ধরা দেবে।
দিন যায়, রাত আসে।
নিয়মের গতিতে চলে যায় সেই রাতও।
অধরাই যায় সে দুরের তারা, পথিকই হারিয়ে ফেলে চলার গতি।
বিষয়: বিবিধ
৭৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন