ভাবনা
লিখেছেন লিখেছেন মহীউদ্দীন_আহমেদ ০৭ জুন, ২০১৭, ০৯:৩০:২১ রাত
ভাবছিস কি কখনো তোরা দাসীর দাস?
হবি কি করে তোরা দাসানুদাস!
ছুটেছিস শুধু তোরা নর্দমার পানে,
তাইতো দেখা পাসনি তোরা মুক্তির দিশাকে।
পাল্টা পাল্টি করছিস তোরা সুদিনের দিকে,
তাইতো তোরা যাচ্ছিস শুধু শয়তানের পথে।
হারবিনা কখনো তোরা, হারের কি হার,
জয়ের দেখা পাবিনা তোরা, হারের যে হার।
নাই তোদের কোন আল্লাহ ভীরুতা,
আছে শুধু তোদের মিছে কথা।
মুল্লা বলে তোরা সবাই আল্লাহর বন্ধু,
আল্লাহ বলেন মমিনরা শুধু আমার বন্ধু।
মোল্লা বলে তোরা সবাই স্বর্গবাস,
আল্লাহ বলেন তোদের সবার সর্বনাশ।
মোল্লার কথায় আল্লাহ নাই,
আল্লাহর কথায় মোল্লা নাই।
মুল্লা বলে আমি তোদের সব,
আল্লাহ বলেন আল কোরআন-ই তোদের সব।
বাঁচতে হলে তোরা আল কোরআনকে চিন,
সত্যিকারের মমিন তোরা হতে পারবি সেদিন।
-মহিউদ্দীন আহমেদ
০৪-০৬-২০১৭
বিষয়: বিবিধ
৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন