মুমিন ভাই
লিখেছেন লিখেছেন মহীউদ্দীন_আহমেদ ০৮ জুন, ২০১৭, ১১:৪১:১৩ রাত
আল্লাহ আমায় করছে তাড়া,
তোরা আমায় দিসনে বাঁধা।
চাইনা তোদের ধন-সম্পদ আমি,
আল্লাহর কাছে আমার সম্পদ ভারী।
আমায় তোরা ভুল বুজিসনা,
আমি তোদের অভিসাপ দিবনা।
তোরাইতো আমার পারের খোরাক,
তাইতো তোদের দরকার আমার।
আল্লাহ তোদের খুব ভাল বাসে,
তাইতো তোরা আছিস বেঁচে।
আল্লাহ তোদের সব দিয়েছে,
তবে তোদের পিছুটান কিসে?
থাকবিনা তোরা এ ভুবনে,
যেতে হবে বাস ভবনে।
শয়তানের পথ নিসনে বেছে,
পার পাবিনা কোন অজুহাতে।
বিশ্বাস তোরা কর আমায়,
তবেইতো তোরা মুমিন ভাই।
বিষয়: বিবিধ
৫৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন