এটাই বাস্তবতা!!!

লিখেছেন লিখেছেন Ruman ০৯ জুন, ২০১৭, ০৯:৫৭:৫৫ সকাল

১০/১৫ হাজার টাকা দিয়ে যাদের সংসার চলে তাদের কেউ একজনকে যদি জিজ্ঞাসা করেন, লাস্ট কবে গরুর মাংস খাইছেন? সে উত্তর দিবে গত কোরবানির ঈদে।

এরপর জিজ্ঞাসা করেন, আপনার এলাকায় ফলের দোকান কোন দিকে? সে আমতা আমতা করবে। কারণ ফলের দোকানে যাওয়ার রাস্তাটা সে ভুলে গেছে অনেক আগেই। সারা বছরে কিছু আম- কাঁঠাল ছাড়া আর কোন ফল তাদের কপালে জোটে না। লিচুর দোকানের পাশ দিয়ে তারা মাথা নিচু করে হেঁটে যায়। আপেল- কমলা- আঙুরের ঘ্রাণ তারা অনেক আগেই ভুলে গেছে।

মাছে- ভাতে বাঙালী ইলিশ মাছ এখন স্বপ্নেও দেখে না। রুই- কাতলাও এখন দিবাস্বপ্নের মত। ১২ শ টাকা কেজি শিং মাছ এখন সারাজীবনে একবার কেনা হয়। সেটাও বাড়ির নারী সদস্যের সিজারের পর। ডাক্তার বলে দেয় রক্ত বাড়াইতে একটু শিং মাছ টাছ খাওয়ান। হ্যা, তারাও মাছ খায়। ঘাস টাইপের সস্তা তেলাপিয়া আর পাঙ্গাস মাছ।

দাম এত কেন? এইটা জিজ্ঞাসা করবেন? সেই উপায় নাই। দোকানদারদের রেডিমেড উত্তর আছে। তারা বলবে, বেতন বাড়ছে, বেতন ডাবল হইছে। অথচ বেতন বাড়ছে মাত্র ৪% মানুষের। সরকারি চাকরিজীবীদের বেতন যেদিন ডাবল করা হল তার আগের সপ্তাহে গরুর মাংস ছিল ৩৫০ টাকা। বেতন ডাবলের ঘোষণার পর হল ৫০০। আর এখন কিনতে গেলে লাগে ৬০০ টাকা।

ব্রয়লার মুরগি, তেলাপিয়া- পাঙ্গাসের ছোট ছোট পিসও একদিন হয়ত সাধ্যের বাইরে চলে যাবে।

তারা বলে দেশ দুই দিন পর মালায়েশিয়া হবে, তারপর সিংগাপুর- দুবাই হবে। অথচ এভাবে চলতে থাকলে, আমাদের চোখের সামনেই দেশটা একদিন সোমালিয়া হয়ে যাবে।

মাননীয় সরকার,

অনেক তো হেফাজত- গণজাগরণ, আস্তিক- নাস্তিক, জামাতি- বামাতি খেলা হইল। এবার অন্তত কিছু সাধারণ মানুষের খেলা খেলেন। আমাদের জন্য ব্যাটিং করেন। আমাদের খেয়ে পরে বাঁচতে দেন।

চালের দাম আমার সাধ্যের মধ্যে এনে দেন। সপ্তাহে একদিন অন্তত ভাল- মন্দ খাওয়ার ব্যবস্থা করে দেন, ফলের দোকানে যাওয়ার রাস্তাটায় আমারে একটু আগায়ে দেন...

ভরসা অটোমেটিক চলে আসবে। কোন ফ্রেম- পোস্টার লাগবে না।

দুঃখিত,

৫০ টাকা কেজি মোটা চালের ভাত খেয়ে ভরসাটা ঠিকমত আসে না...

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383310
০৯ জুন ২০১৭ সন্ধ্যা ০৭:৪৭
আকবার১ লিখেছেন :
চমৎকার
১০ জুন ২০১৭ সন্ধ্যা ০৭:৩৯
316508
Ruman লিখেছেন : ধন্যবাদ
383311
০৯ জুন ২০১৭ সন্ধ্যা ০৭:৫১
হতভাগা লিখেছেন : ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিয়ে তাদের অনৈতিক কাজগুলো দ্ব্যর্থহীনভাবে করে যাচ্ছে ।
১০ জুন ২০১৭ সন্ধ্যা ০৭:৩৯
316507
Ruman লিখেছেন : সঠিক বলেছেন।
383314
০৯ জুন ২০১৭ রাত ০৮:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাকে আমার মত থাকতে দাও..... মানে না খেয়ে মরতে প্রস্তত হন!!
১০ জুন ২০১৭ সন্ধ্যা ০৭:৩৯
316506
Ruman লিখেছেন : ঠিকই বলেছেন?
383566
১৭ জুলাই ২০১৭ সকাল ০৭:৫৪
Ruman লিখেছেন : এক সময় না খেয়েই মরতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File