ধর্ষণ!!!

লিখেছেন লিখেছেন Ruman ০৯ জুলাই, ২০১৯, ০২:৪৪:০১ দুপুর

☆টিভি ভর্তি যৌনতা—“উহা তো সিনেমা!

☆কাগজ ভর্তি যৌনতা—“উহা তো কবিতা!

☆ক্যাসেট ভর্তি যৌনতা—“উহা তো সঙ্গীত!

☆বিলবোর্ড ভর্তি যৌনতা—“উহা তো বিজ্ঞাপন!

☆ক্যানভাস ভর্তি যৌনতা—“উহা তো পেইন্টিং!

☆পাথর ভর্তি যৌনতা—“উহা তো ভাস্কর্য!

☆পার্ক ভর্তি যৌনতা - " উহা তো স্বাধীনতা!

☆পোশাক ভর্তি যৌনতা - "উহা তো অাধুনিকতা!

কে যেন সেদিন বললো একদল গবেষক গবেষণা করে এটা বলেছে যে দেশ ও সমাজ থেকে ইভটিজিং ধর্ষণ বন্ধ করতে ১৫ থেকে ২৫ বয়সের সকল ছেলেদের গার্লফ্রেন্ড থাকা আবশ্যক, বিশেষ করে ভার্সিটির ছেলেদের।

অতিমাত্রায় গাজা সেবনকারী এই সকল গবেষক কোনদিন না বলে বসে ধর্ষণ ঠেকাতে প্রতি জেলায় জেলায় বৈধ পতিতালয় থাকা উচিত।

সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে পচন ধরেছে

যার দুর্গন্ধে ভাল মানুষগুলোও অাক্রান্ত হচ্ছে।

সমগ্র পৃথিবীর “খাঁজে-ভাঁজে”, “মাংসে- অংশে

“পাহাড়ে-নহরে” “উদ্যানে-বিদ্বানে” "শহরে-নগরে" "কন্দরে-বন্দরে"যৌনতা!

উহা যে শিল্প?

উহা যে আর্ট?

উহাই যে আর্টেরই পার্ট।

ফলাফল?

বাসে ধর্ষণ! বাসায় ধর্ষণ! রেলে ধর্ষণ!

রেল স্টেশনে ধর্ষণ! খেলায় ধর্ষণ!

মেলায় ধর্ষণ! মাঠে ধর্ষণ! পাঠশালায় ধর্ষণ!

ক্ষেতে ধর্ষণ! খামারে ধর্ষণ! গ্রামে ধর্ষণ!শহরে ধর্ষণ!

কিশোরী ধর্ষণ! তরুনী ধর্ষণ! মধ্যা ধর্ষণ! বৃদ্ধা ধর্ষণ! কোচিংয়ের নামে ধর্ষণ! পড়ানোর নামে ধর্ষণ! রাজনীতির নামে ধর্ষণ! নেত্রী বানানোর নামে ধর্ষণ!

মডেলিংয়ের নামে ধর্ষণ! অভিনয়ের নামে ধর্ষণ!

বিপর্যস্ত আজ মানবতা।

বাংলাদেশ এখন ধর্ষকের অভয়ারণ্য! ক্রমাগত বিচারহীনতা ও শাস্তিহীনতাই এর জন্য দায়ী। মারাত্মকভাবে অরক্ষিত হয়ে পড়েছেন আমাদের মা-বোনেরা। একশ্রেণির অর্থলোভী পুলিশ ও শক্তিশালী ধর্ষকদের দাপটে অস্থির হয়ে উঠেছে দেশ। ধর্ষকের বিচার না পেয়ে ধর্ষিতার বাবা মেয়েকে নিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা পর্যন্ত করেছেন। সরকারের এই ব্যর্থতা ক্ষমাহীন। বিক্ষোভে ফেটে পড়েছে নারী ও সুশীল সমাজ, তিতিবিরক্ত হয়ে উঠেছে জাতি। এই ফাঁকে আবারও উঠে এসেছে সেই পুরনো দাবি:

“একবার আল্লাহর আইন শরিয়া প্রয়োগ করে দেখুন, দেশ থেকে ধর্ষণ উঠে যাবে”

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386669
১০ জুলাই ২০১৯ সকাল ০৮:৫৮
টাংসু ফকীর লিখেছেন : ঘটনা সত্য, আসামী নির্দোষ জনাব। ধন্যবাদ
386673
১২ জুলাই ২০১৯ সন্ধ্যা ০৬:১৭
হতভাগা লিখেছেন :
বাল্য বিবাহই উত্তম সমাধান। যদিও আমাদের সমাজ এই শরিয়তসন্মত বিধানকে বেআইনি মনে করে। এর জন্য সাজাও রেখেছে।

আর বাল্যপ্রেমকে উৎসাহ প্রদান করে এবং একে প্রমোটও করে। এই বাল্যপ্রেমই সমাজে ধর্ষন বিস্তারে সবচেয়ে বড় ভূমিকা রাখে। বাল্যপ্রেমের কুফল থেকে রক্ষার জন্য বাল্য বিবাহ জরুরি।
386674
১৫ জুলাই ২০১৯ সকাল ১১:২২
নিমু মাহবুব লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
ছেলেদের বয়স ১৬ হলেই বিয়ে করিয়ে দিলে ধর্ষন কমে যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File