চাবুক

লিখেছেন লিখেছেন মহীউদ্দীন_আহমেদ ০৮ জুন, ২০১৭, ০২:৫২:৩৬ রাত



হবি কি কেউ তোরা দাসের দাসী,

চাবুক নিয়ে আমি তোকে করব ছুটাছুটি।

সারাদিন অত্যাচার করব আমি তোকে,

দিন শেষে আমি তোকে রাখবো স্বর্গ সুখে।

ধর্মীয় অনুশাসন থাকবে আমার ঘরে,

চাবুকের ভয় মেনে নিলে থাকবি স্বর্গ সুখে।

অবাধ্যতার জন্য আমি রাখবো চাবুক ঘরে,

সেই চাবুকের ভয়ে তোর শয়তানি চলে যাবে।

সীমাহীন সব নারী এখন সবার ঘরে ঘরে,

তাইতো এখন নারীরা সব লাগামহীন ব্যভিচারে।

জানি তোরা মুসলিম নয়,মুসলিম হলে পর্দা কই।

পুরুষদের ও লজ্জা নাই,দ্বারী ছারা হিজরা তাই।

লাগামহীন নারী,যখন যার হবে তার-ই।

জগত যদি হয় এমন,পুরুষ হবে দমন।

নারী চায় অধিকার ,পুরুষ হচ্ছে ব্যভিচারের স্বীকার।

ব্যক্তিত্বহীন পুরুষ যখন,লাগামহীন নারী তখন।

পুরুষ হয় যখন মাতাল,নারী হয় তখন বেতাল।

পুরুষ হয় যখন পৌরুষ,নারী হয় তখন পরবশ।

বিষয়: বিবিধ

৫৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File