আবার তোমাকে প্রয়োজন মধুসূদন
লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ২১ মার্চ, ২০১৫, ০৩:০৭:১২ দুপুর
আজ নচিকেতার গানের একটা লাইন খুব মনে পড়ছে-“রাম যদি হেরে যেত, রামায়ন লেখা হত, রাবণ দেবতা হতো সেখানে।” সত্যিই তাই। রাবণ হেরে গেছে, তাই সে রামায়ণে ভিলেন। রাম জিতে গেছে, তাই সে দেবতা। আর জয়ের ইতিহাসের তলে চাপা পড়ে গেল রামের ভাই লক্ষণ কর্তৃক যুদ্ধের ময়দানে নিয়ম ভঙ্গ, শটতা আর ষড়যন্ত্রের ইতিহাস (বিস্তারিত জানতে পড়ুন, আমাদের মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ”মহাকাব্য)।
আজও তেমনি এক ইতিহাস ক্ষণে দাঁড়িয়ে আমরা। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে জোচ্চুরি করে হারিয়ে দেয়া হল। কিন্তু ইতিহাস লিখবে ওই চুরি করে জয়লাভকারীরা। লিখে রাখবে তাদের মিথ্যা উজ্জ্বল গাঁথা। ইতিমধ্যে তার স্তুতি শুরু হয়ে গেছে।
এর বাইরেও আরেকটা যুদ্ধ শুরু হয়ে গেছে, আইসিসি বনাম আমাদের লোটাস কামালের মধ্যে। সেদিন যেভাবে বাংলাদেশকে হারিয়ে দেয়া হল, হয়তবা লোটাস কামালকে সেভাবে হারিয়ে দেয়া হবে।
তারপরও বিশ্বে যারা “সত্যিকারের ক্রিকেট”টাকে ভালোবাসেন, তাদের অন্তরে চিরদিনই বীর হয়ে থাকবে বাংলাদেশের টাইগাররা।
রামায়ণ লেখার দীর্ঘদিন পর যেমন এক অজপাড়াগাঁ সাগরদাড়ি গ্রামের এক মধুসূদন রামায়ণকে চ্যালেঞ্জ করে এর এন্টিথিসিস (বিপরীত ইতিহাস) লিখলেন, তেমনি ইতিহাসের কোন একদিন কোন এক মধুসূদন ওই ক্রিকেট চোরদের মিথ্যা উজ্জ্বল গাঁথাকে ম্লান করে দিয়ে সত্যিকারের বীরদের ইতিহাস তুলে আনবে-ই।
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক তাই। দুই একজন সত্যের ধ্বজাধারী আছে বলেই আমরা এখনো কিছু সত্যকার ইতিহাস জানতে পারি।
অনেক সুন্দর বিশ্লেষণ করেছেন।
মন্তব্য করতে লগইন করুন