বৃষ্টি, ঝড়ে পড় আমার উপর
লিখেছেন লিখেছেন শ্রান্তপথিক ১১ জুন, ২০১৪, ০৯:৫১:০৮ রাত
তীব্র তাপদাহের পর বৃষ্টি নিয়ে এলো নগর জীবনে স্বস্তি। কিন্তু শ্রান্ত পথিকের ক্লান্ত হৃদয়ে কবে নামবে সুখের বৃষ্টি? সুখের জন্য ছুটেই চলেছি অনবরত। আমার হৃদয় আকাশ মাঝে মাঝে কালো মেঘে ঢাকলেও কখনো সুখের বৃষ্টি হয় না। কখনো প্রচন্ড ডাকাডাকি করে ভীত সন্ত্রস্ত করে তোলে ভিতরটা।
নিজে দুঃখে ডুবে থাকি বলে অপরের সুখটা ভালোভাবেই অনুভব করতে পারি। দুঃখীর দুঃখটা তো বুঝিই। কিন্তু সুখীরা আমার দুঃখ বোঝে না। তাই দুঃখকে বলি, “তুমি আমার চির সঙ্গী, আমায় ছেড়ে যেও না কোনদিন।
কত সুখী জন এই বৃষ্টিকে কতভাবে উপভোগ করে। কারো জন্য বৃষ্টি কচু পাতায় হীরের টুকরো,আবার কারো জন্য সুখের মাঝে আবগাহনের জল, আবার কারো জন্য ঘুমপাড়ানি রিমঝিম শব্দ, কিশোরদের খেলার আনন্দ বর্ধক হাশিশ।
বৃষ্টির মাঝ দিয়ে হাটলেও পড়ে না আমার গায়ে একফোটা বৃষ্টিও। যেন কোন এক দুঃখের ছাতা ঘিরে রেখেছে আমায়।
কত আকুতি করে বলেছি, বৃষ্টি ঝড়ে পড় আমার উপর, সিক্ত করে দাও আমার শ্রান্ত দেহ, মিটিয়ে দাও তৃষ্ণার্ত হৃদয়ের পিপাসা।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিকশূন্য ভাবে এদিক- ওদিক ছুটলে শ্রান্ত পথিক শুধু ক্লান্তই সুখের নাগাল পাবে না ।
প্টথমে দিক ঠিক করুন তারপর ছুটেন তাহলে সুখের নাগাল পাবেন ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন