হলুদ মিডিয়া
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ১৩ নভেম্বর, ২০১৪, ০৬:৫৩:৩২ সন্ধ্যা
মিডিয়াম্যান কেমন করে
তিলকে বানায় তাল
সে ঘটনা নিজের চোখে
দেখছি গতকাল ।
বিশাল আকাশ দেখায় তারা
ছোট্ট পায়রার খোপ
একটুখানি আঁচড় দেখে
বলছে দায়ের কোপ ।
ভিন্দেশীরা দিচ্ছে শুধু
ষড়যন্ত্রের টোপ
দিনেদিনে আমজনতার
বাড়ছে শুধু ক্ষোভ ।
বিষয়: সাহিত্য
১০৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন