কানামাছি গোল্লাছুট
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ০৮ নভেম্বর, ২০১৪, ০৩:১৪:২৪ দুপুর
একহাতে দেড়ফুট
জমি-জমা হরিলুট
ভূমিদস্যূ করছে লটু
দেখায় নেতার চিরকুট ।।
সত্যি বলছি নহে ঝুট
ফরমালিনে ভরা ফ্রুট
চোরাইমালের নতুন রুট
চোরের গায়ে দামী স্যুট ।।
কানামাছি গোল্লাছুট
হয়ে নেতা দলছুট
চিবায় এখন চনাবুট
কর্মী চোষে লিলিপুট ।।
বিষয়: সাহিত্য
১০০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবাই দেয় শুধু ছুট!
মন্তব্য করতে লগইন করুন