ভুলে আছো কবরকে
লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ০৭ নভেম্বর, ২০১৪, ১০:৩২:৫৩ সকাল
রক্তজবা ফুলের মাঝে
সুবাস কভু পাবেনা
কাড়তে পারে নজর সবার
ভোমর কিন্তু যাবেনা ।
আকাশ যদি মেঘলা থাকে
আসবে নেমে অন্ধকার
পথের মাঝে পথ হারালে
খুঁজতে হবে বারংবার ।
চারিপাশে আঁধার দেখে
আলো তুমি খুঁজলেনা
জীবন-যৌবন বুঝলে তুমি
আসল কথা বুঝলেনা ।
নিজের পায়ে কুড়াল মেরে
দোষী বানাও অপরকে
ঘুমের ঘোরে বেহুঁশ তুমি
ভুলে আছো কবরকে ।
বিষয়: বিবিধ
৯১৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-------------------------
ঈমানের হক্ আদায় করো-
না পারো চেষ্টা করো
দ্বীন যদি ইসলাম হয়-
তবে মুসলিম হয়ে মরো
হে মরা মুসলমান-
আজ ঈমান জিন্দা করো,
এক হাতে কোরআন-
অন্য হাতে তরোবারি ধরো
আল্লাহর রজ্জু ধরো-
ঈমানের তেজে প্রতিবাদ করো
হে ঈমানের দাবীদার-
ঈমানের হক্ আদায় করো,
মরো শহীদি মরন-
গাজীর তীব্র গর্জনে মারো
এ জীবন ও ধন-
আল্লাহর রাহে পরিত্যাগ করো
হে ঈমানের দাবীদার-
ঈমানের হক্ আদায় করো,
ক্ষনিকালয়ে আর নয় মরে মরে-
জান্নাতের পথ ধরো
বাতিলের তলে নাই বাতিঘর-
তুমি বিশ্বাস করো
জান্নাতের পথ নয় দুর্গম-
আজি হাঁটা ধরো
হে ঈমানের দাবীদার-
ঈমান জিন্দা করো,
ঘরে বসে আর নয়-
দ্বীনের রাজপথ ধরো
মরা বারে বারে নয়-
একবার মরো
মরণ নির্লিপ্তে নয়-
বীর শহীদি মওত মরো
হে ঈমানের দাবীদার-
ঈমানের হক্ আদায় করো।
দোষী বানাও অপরকে
ঘুমের ঘোরে বেহুঁস তুমি
ভুলে আছো কবরকে ।
চমৎকার লেখনি। ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন