আনচান করে মন

লিখেছেন লিখেছেন এনামুল হক মানিক ৩০ অক্টোবর, ২০১৪, ০৭:১১:২৮ সন্ধ্যা

গাঙচিল পাখা মেলে

দূরে ওড়ে যায়

ঝাউগাছ কেঁপে ওঠে

পুবের হাওয়ায়।

পানকৌড়ি ওড়ে আসে

ঝিলের ধারে

কাশফুল দোল খায়

নদীর পাড়ে ।

মাছরাঙা বসে আছে

মাছের আশায়

মগডালে বসে টুনি

পুচ্চ নাচায় ।

ওই দূর নীলাকাশে

সাদামেঘের ভেলা

ভেসেভেসে সারাদিন

করে শুধু খেলা ।

দূর থেকে ভেসে আসে

আজানের সুর

আনচান করে মন

যায় বহুদূর ।

বিষয়: বিবিধ

১০৪৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279788
৩০ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
অনেক পথ বাকি লিখেছেন : আপনার কবিতা পড়ে মনেহলো আমি গ্রামের কোনো মেঠোপথে দাড়িয়ে আকাশের পানে চেয়ে আছি। Rose Rose
০১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৬
223902
এনামুল হক মানিক লিখেছেন : আমারও আপনার মতো ইচ্ছে করে মেঠোপথ বেয়ে দূরে চলে যেতে ।
279825
৩০ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৫
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি।
০১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৬
223903
এনামুল হক মানিক লিখেছেন : ধন্যবাদ নিবেন ভাই ।
279852
৩১ অক্টোবর ২০১৪ রাত ০১:৩৫
আফরা লিখেছেন : কবিতাটা তো খুব ভাল লাগল ।আপনাকে ধন্যবাদ ।
০১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৭
223904
এনামুল হক মানিক লিখেছেন : শুভেচ্ছা রইলো ।
279940
৩১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লা খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
০১ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:২৭
223905
এনামুল হক মানিক লিখেছেন : ধন্যবাদসহ শুভেচ্ছা ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File