# ফিরে দেখা শৈশব

লিখেছেন লিখেছেন শিশুর জন্য ১৩ এপ্রিল, ২০১৪, ১১:৫৩:১৮ সকাল



# সৈয়দ আহমেদ হাবিব


আয় পাখি গাছ পাতা

আয় ফিরে রাত দুপুর,

আয় বৃষ্টি ঝুপ ঝুপিয়ে

আয় ভেজাই অন্তপুর।

আয় ফিরে ছোট্ট বেলা

আয় ফিরে, ফিরে আয়,

আয় ছুটে এই অবেলা

আয় আবার ফিরে যাই।

আয় ফিরে ফুল পাখি

আয় ফিরে বাঁধন হারা,

আয় আবার পাঠশালা যাই

আয় ছেলেরা আয় মেয়েরা।

আয় নদি ছল ছল

আয় দিই ডুব সাঁতার

আয় ফিরে সোনালি দিন

আয় ফিরে আয় আবার।

বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File