জান্নাতুল ফিরদাউস চাই,শাস্তি চাইনা

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ এপ্রিল, ২০১৪, ১১:৫৪:২১ সকাল



01 মুমিনগণ সফলকাম হয়ে গেছে,

02 যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;

03 যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,

04 যারা যাকাত দান করে থাকে

05 এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।

06 তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তিরস্কৃত হবে না।

07 অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।

08 এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে।

09 এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।

10 তারাই উত্তরাধিকার লাভ করবে।

11 তারা (জান্নাতুল ফিরদাউস) শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। তারা তাতে চিরকাল থাকবে। (সূত্র: সুরায়ে মু'মিনূন, আয়াত ১-১১)

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206950
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২২
মাটিরলাঠি লিখেছেন : স্মরণ করিয়ে দিবার জন্য ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান।
206975
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৮
গেরিলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
206995
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৭
ইক্লিপ্স লিখেছেন : ভালো লাগলো পিলাচ Praying Praying Praying Praying Praying
207094
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৪
আফরা লিখেছেন : এই গুনাবলী গুলো আমাদের চরিত্রের মাঝে ধরন করতে পারলেই আমরা মুমীন হব আর তাহলে আমরা পাব জান্নাতুল ফিরদাউস।
207234
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
শেখের পোলা লিখেছেন : কাজীর গরু কেতাব ছেড়ে গোয়ালে এলেই তবে সাফল্য৷
207440
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৪:১০
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া।
208587
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৪৯
টোকাই বাবু লিখেছেন : আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে তৌফিক দিন ।।। (আমীন)
208620
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪০
ইবনে হাসেম লিখেছেন : ধন্যবাদ ভাই, স্মরণ করিয়ে দেয়ার জন্য। বিদেশে কি চাকুরীতে জয়েন করলেন? কেমন চলছে আজকাল।
আমার ব্লগে আমন্ত্রণ রইল
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৩
157379
দ্য স্লেভ লিখেছেন : জি ভাই চাকুরী করছি,আমি এখন ফুল টাইম চাকর Happy
214284
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪১
সুমাইয়া হাবীবা লিখেছেন : Happy Happy মুখস্ত করে ফেলুন। সবসময় পড়ুন, অন্তর বিশুদ্ধ থাকবে। Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File