মাকে মনে পড়ে

লিখেছেন লিখেছেন শিশুর জন্য ১২ এপ্রিল, ২০১৪, ১১:২৬:২৬ সকাল



জনি হোসেন কাব্য


আজকে মাকে পড়ছে ভীষন মনে,

হয়তো কিছু কারণ আছে

কিম্বা অকারণে|

যখন আমি পড়তে বসি ঘরে,

মায়ের জন্য মনটা আমার

কেমন কেমন করে|

শোবার ঘরে মাকে প্রায়'ই দেখি,

ঘুমের ঘোরে মগ্ন আমি

স্বপ্নে এল সে কি!

যখন আমি খেলতে যাবো মাঠে,

এই বুঝি মা বললেন রেগে

মন দাও খোকা পাঠে|

মায়ের কথা যখন মনে পড়ে,

জমে থাকা স্মৃতিগুলো

অশ্রু হয়ে ঝরে|

আমার জন্য দুয়া করতেন মা যে,

মধু মাখা মায়ের কথা

আজও কানে বাজে|

পরপারে আর কত দিন রবে?

নাম গন্ধ নেই আসার কোনো

আসবে মা গো কবে|

মা কি আমার অমন কথা শোনে,

কোন দেশেতে থাকো মাগো

যায়না পাওয়া ফোনে|

মায়ের গন্ধ আজও লেগে আছে,

মা যে আমার দূরে থাকেন

তবু অনেক কাছে|

আজকে মাকে পড়ছে ভিষন মনে,

হয়তো কিছু কারণ আছে

কিম্বা অকারণে|

বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206398
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৩
নূর আল আমিন লিখেছেন : || জবাব নেই ||
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৯
155125
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
206406
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুন্দর একটা প্রচেষ্টা। এগিয়ে চলুন।
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০৯
155126
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন।
206444
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শিশুরা পবিত্র, আগামী দিনের কান্ডারী।
সঠিক শিক্ষা পেলেই তীরে ভিড়বে জয়তরী।
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:০৯
155285
শিশুর জন্য লিখেছেন : ধন্যবাদ আপনাকে ALL ABOUT THE CHILDREN এর সাথেই থাকবেন। শিশু বিষয় যে কোন লিখা বা পরামর্শ থাকলে আমাদের পেইজ এ স্বাগতম আপনাকে, উপরে লিঙক দেযা আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File