টুডে ব্লগে অশালীন ছবিঃ মডুরা কই গেলো
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১২ এপ্রিল, ২০১৪, ১১:২৫:২৮ সকাল
'খেলাঘর বাধঁতে এসেছি' নামক ব্লগার একটি পোষ্ট করেছেন রাত ৪.৩৯ মিনিটে। সাথে স্বল্প বসনা নারীর অশালীন ছবি। এ ধরণের ছবি টুডে ব্লগের মত প্লাটফরমে আমরা কখনই আশা করি না। কিন্তু মডুরা কি এখনও ঘুমাচ্ছেন? নাকি তারা এ ধরনের ছবি মডারেশনের প্রয়োজন বোধ করেন না। এগুলো কি এখন তারা এ্যালাউ করছেন? নাকি মডারেটরদের ক্ষেত্রেও তেতুল তত্ব কাজ করছে? উক্ত ব্লগার এর আগে স্কেচ করা সম্পুর্ণ উলঙ্গ একটি নারীর ছবি পোষ্ট করেছিলেন। পরবর্তীতে তা রিমুভ করা হয়।
টুডে ব্লগ কর্তৃপক্ষ সরকারের সাথে কানামাছি খেলতে খেলতে অনেকটা ক্লান্ত হয়ে গেছেন। এখন কি নীতি নৈতিকতা আর শালীনতার ব্যাপারেও আপোষ করে ফেললেন? আমাদের ব্লগার ভাই বোনেরাও একদম নীরব। কোন প্রতিবাদ নেই। সবাই কেমন যেন বদলে গেছেন। জাদরেলরাও যেন হাওয়া হয়ে গেছেন! "বৃত্তের বাইরে"র মত ব্লগার খেলাঘরকে ফুল পোষ্টাইছেন। আজব!!!
আমি বুজতাম ফাররাম না। আমরা হখলর কিতা অইলো? মরালিটি নষ্ট অইযার নি!
আলোচ্য পোষ্টটি দেখার জন্য এখানে ক্লিক
বাবাকে নিয়ে লেখা আমার স্মৃতিচারণ
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নজরে কেন আসেনা কে জানে!
- প্রত্যেক পোস্টের নীচে, মন্তব্যগুলো শুরু হবার ঠিক আগে, ডান পাশে একটা গোল লাল বাটন আছে। ওটা ক্লিক করে আপনি ওই পোস্টের ব্যাপারে "রিপোর্ট" করতে পারেন।
- সেটা না পারলে ইমেইল করে ব্যাপারটা মডারেটরকে জানাতে পারেন todayblog1@gmail
কিন্তু দয়া করে ওদের নামে লেখাখেখি করে ওদেরকে বিখ্যাত বানাবেন না।
একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
মন্তব্য করতে লগইন করুন