মায়ের গান

লিখেছেন লিখেছেন রুহািন ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৭:১৩:৪৭ সন্ধ্যা

ও মা জননি মা এই জগতে

তোমার কোন হয়না তুলনা।

তোমার জন্য ব্যকুল হৃদয়

তৃপ্ত হলোনা।

মা তুমি আর আববু মিলে

গড়লে আদর যত্ন করে।

কত স্নেহ সোহাগ দিয়ে

গড়লে আমায় মা

তোমার কোন হক তো আমার

আদায় হলোনা।

যখন আমার জন্ম হলো

ভাবলে তোমার আশার আলো।

রোদ বাদলে শীতের রাতে

কষ্ট সইলে মা

কোন কষ্ট আমায় তুমি

বুঝতে দিলেনা।

বিষয়: বিবিধ

৮১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File