আল্লাহর দরবারে প্রার্থনা

লিখেছেন লিখেছেন রুহািন ০৮ জানুয়ারি, ২০১৪, ০২:৫৯:১৬ দুপুর

সকল দোয়ার বন্ধ হলেও

শুধু তোমার দোয়ার হয়না।

প্রভু সবাই ফিরিয়ে দিলেও

তুমি ফিরিয়ে দাওনা।

খালি হাতে আজ দাড়িয়ে

তোমার দোয়ারে।

বল তুমি ছাড়া শান্তনা

কে দেবে আমারে?

তাই দু'হাত তুলে তোমার দোয়ারে

প্রভু ফিরিয়ে দিওনা।

এত দিন রাখলে তুমি

করূনা সাগরে।

আজ কেন ছেড়ে দেবে বল

দুঃখের আঁধারে?

আজ আমি অসহায় ডাকি তোমারে

চাই তোমার করূনা।

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160980
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৩
ভিশু লিখেছেন : অত্যন্ত সুন্দর অনুনয়-বিনয়, মায়াবী প্রার্থনা!
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
161487
১১ জানুয়ারি ২০১৪ রাত ১০:২১
রুহািন লিখেছেন : স্বাগতম অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File