সত্যিই সেলুকাস ! কী বিচিত্র নেতা/নেত্রী আর জনগন ভাগ্য আমাদের !
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৮ জানুয়ারি, ২০১৪, ০৩:০১:১৪ দুপুর
রাজনীতির নামে, গনতন্ত্রের নামে, অধিকারের নামে, ভোটাধীকার প্রতিষ্ঠার নামে, যুদ্ধাপরাধীদের বিচারের নামে, জনগনের ক্ষমতায়নের নামে- মানুষ পুড়ছে, মানুষ মরছে, যানবাহন পুড়ছে, দোকানপাঠ, কলকারখানা ও সম্পদ ধ্বংস হচ্ছে ।
একটা বিষয় স্পষ্ট- সাম্প্রতিক সময়ে ক্ষমতার পালাবদল বা যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে রক্তের হোলিখেলা বা হত্যাযজ্ঞে বা হত্যা উৎসবেঃ
যারা মরছেন-তারা কমবেশী সবাই সাধারন নাগরিক ।
আবার যারা মারছেন-তারাও সাধারন নাগরিক শ্রেনীর অন্তর্ভূক্ত।
আমার জানতে ইচ্ছে করেঃ
এক) ক্ষমতার পালাবদল কেন্দ্রিক প্রধানমন্ত্রী,মন্ত্রী,এমপি হওয়ার লড়াইকে কেন্দ্র করে যারা মারা যাচ্ছেন-তাদের মধ্যে ঐসব নেতাদের পরিবারের একজনও খুঁজে পাবেন কী ?
দুই) যুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তিকে কেন্দ্র করে যারা মারা যাচ্ছেন-তাদের মধ্যে ঐসব যুদ্ধাপরাধী পরিবারের একজনও খুঁজে পাবেন কী ?
চূড়ান্ত ভাবনায় আমরা নিজেদের নিজেরাই মারছি এবং মরছি, নেতা/নেত্রী নিজেরা এবং ওনাদের পরিবার সুরক্ষিত, যথারীতি নিরাপদ দূরত্বে । আর আমাদের জন্য ওনাদের মহানবাণী-বড় কিছু অর্জনের জন্য জনগনকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হয় । দুঃখ হয়, এই ত্যাগটাই জনগনের জীবনদান আর ত্যাগের বিনিময়ে অর্জনটা জনগনের নয়, লুটেপুটে ভোগ করবেন ওনারা (নেতা/নেত্রীরা) ।
সত্যিই সেলুকাস ! কী বিচিত্র নেতা/নেত্রী আর জনগন ভাগ্য আমাদের !
বিষয়: রাজনীতি
২৩৪০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।।
আন্তরিক অনুভূতির জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যটি আমার পূর্বের পোষ্টটির ক্ষেত্রে প্রাসঙ্গিক।
তবে এই লিখাটির(সত্যিই সেলুকাস ! কী বিচিত্র নেতা/নেত্রী আর জনগন ভাগ্য আমাদের!) সমালোচনা থাকলে,অবশ্য তা জানার আগ্রহবোধ করছি।
দুঃখিত কপি করার জন্য।
খেটে খাওয়া মানুষের পকেট ফাঁকা
শতভাগ ন্যায্য কথা বলার জন্য।।
স্মার্ট নেতা নেত্রী হলে স্মার্ট জনগন হত - যারা দেশের ভিতর এমন টালমাটাল অবস্থা সৃষ্টি হলে প্রথম ঠেলাতেই নেতা নেত্রী নির্মূলে নামতো, তাদের বাড়ী গাড়ী আর ইয়াবা সেবী ভীনদেশী বংশকে হয়তো পুড়িয়ে চারখার করতো।
তবে চূড়ান্ত দায়ভার জনগনকে দিব না। জনগনকে হাসিনা-খালেদা প্রচার মাধ্যম,অর্থকড়ি,পেশী শক্তি দিয়ে ওনাদের বিকল্প গড়তে দিচ্ছেন না,ওনাদের লেজুড় হলে আপনার মত ভালো লোক হয়না বলবে আবার সমালোচনা করলে দমনপীড়ন আসবে।
আমার বিশ্বাস জনগন ভারতের মত আমজনতা টাইপের পরিবর্তন আনবে। তবে তা সময় সাপেক্ষ । আশা রাখি বৃত্তের বাহিরে জনগন আসবেই।
অবশ্যই - কিন্তু যথার্থ লিডারশীপ ছাড়া জনগন কোন দিন বাহিরে এসে কিছু করতে পারবেনা। আর লিডারশীপ এর জন্য দরকার আদর্শ ধারন। বর্তমান বাংলাদেশে মানি মেকিং একটিভিটি ছাড়া একজন কমিটেড মানুষের আর কি আদর্শ আছে?
ইসলামিক আদর্শ ছাড়া আর কোন আদর্শের কারনে একজন মানুষ তার পরিবার পরিজন, প্রেমিক প্রেমিকা, ক্যারিয়ার-বিজনেস কিংবা টাকা পয়সার লোভ ছেড়ে জনগনের জন্য নেতৃত্ব দেবার নামে রাস্তায় নামবে, শহর গ্রাম গন্জ চষে বেড়াবে?
যেহেতু অমন কোন আদর্শ এ মূহূর্তে ফ্রেশ মানুষের সামনে নেই - সেহেতু তা হবেনা। আমার ব্যক্তগত মত।
একমাত্র অপশান ইসলামকে কেন্দ্র করে যদি কোন নেতৃত্ব গর্জে উঠে এবং ছড়িয়ে পড়ে। যদিও তা আপাতঃ মনে হয়না সম্ভব। কারন - ওয়ার্ল্ড ক্যাপিটালিজম বাংলাদেশ হতে যে পরিমান লভ্যাংশ প্রতি মিনিটে আয় করছে এবং নিয়ে নিতে পারছে - পরিবর্তিত সিস্টেমে - ওর একটা ফ্রাকশান ও নেওয়া সম্ভব হবেনা।
সো আমি বাংলাদেশের ব্যাপারে আশাবাদী না। হার্ডলী জোড়াতালি টাইপের কিছু একটা দিয়ে আরো এক কিংবা দু দশক চলবে যতক্ষন না আমেরিকার কাছ হতে পাওয়ার শিফট হয় - এবং ইজরাইল ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করে।
সত্য,সঠিক মত-পথ নির্ধারন আমাদের জন্য অনেকটা দুরুহ।
আবরণ ভাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
আপনার মূল্যায়নের ভার বহনের ক্ষমতার ব্যাপারে আমি সন্দিহান।
তবে আপনার মতামত আমাকে আরো বেশী দায়িত্বশীল যৌক্তিক ও সিরিয়াস হওয়ার অনুপ্রেরনা যোগাবে।
আপনার উদারনৈতিক ও অনুপ্রেরনাদায়ক কমেন্টসের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারও মঙ্গল কামনা করছি,ভালো থাকবেন।
ভাল লাগলো। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন