মুক্তিযুদ্ধ ছিল কাল্পনিক যুদ্ধ, মুক্তিযুদ্ধে মৃতরা (শহীদ মুক্তিযোদ্ধা) আত্মহত্যাকারী, যুদ্ধ সন্তানরা কুদরতী পয়দা আর যুদ্ধাহতরা এ্যাকসিডেন্ট করেছিল বোধহয় !!!
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০২ নভেম্বর, ২০১৪, ১০:২৯:৪৭ রাত
[img]
http://www.bdmonitor.net/blog/bloggeruploadedimage/Mohi/1414945308.jpg[/img]
Click this link
লিংকটি দেখবেন প্লীজ । বাস্তব নাকী কাল্পনিক !!!
দোষী হিসেবে কাকে অভিযুক্ত করবেন ? প্রথম থেকেই দেখা যাচ্ছে একাত্তরের অপরাধের দায়ে যাকে ধরে সে নাকী নির্দোষ ! বিচারে রায় হলে বলে মিথ্যা কাল্পনিক অভিযোগের শিকার ! রায় বাস্তবায়ন হলেও বলা হচ্ছে রাজনৈতিক কারনে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেছে জালিম সরকার !
বিস্ময়কর ও আজগুবি সব কর্মকান্ড । জানতে ইচ্ছে করে একাত্তরে মুক্তিযোদ্ধারা পরাজিত হলে দেশপ্রেমিকের খেতাব কী গোলাম আযম নিজামী গংরা নিতেন না ! নাকী বলতেন বাবারে আমরা জামাতে ইসলামীরা দেশরক্ষায় কিছুই করিনি, ঐসবে আমরা ছিলাম না, অন্য কাউকে দেন ।
যুদ্ধে যারা জীবন দিয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, অঙ্গহানী ঘটেছে - সবই কী বায়ুবীয় কাল্পনিক আরব্য উপন্যাসের চরিত্র ! আর পাকিস্তানী সামরিক বাহিনীকে সহযোগীতার জন্য ঘটিত রাজাকার আলবদর আলশামস ও শান্তিবাহিনীর মেম্বার হিসেবে এদেশীয় যারা ভূমিকা রেখেছিলেন, ঐ চরিত্রগুলিও কী কাল্পনিক !
তাহলে বলতেই হয়- মুক্তিযুদ্ধ ছিল কাল্পনিক যুদ্ধ, মুক্তিযুদ্ধে মৃতরা (শহীদ মুক্তিযোদ্ধা) আত্মহত্যাকারী, যুদ্ধ সন্তানরা কুদরতী পয়দা আর যুদ্ধাহতরা মহাসড়কে এ্যাকসিডেন্ট করেছিল বোধহয় !!!
বিষয়: রাজনীতি
৪৩৭০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
তারপরও ধন্যবাদ প্রথম অভিযোগসূলভ কমেন্টসের জন্য।
আপনার কথার সাথে সহমত পোষণ করছি @মনসুর আহামেদ ভাই....।
আমার মতে আরো শক্তিশালী সেফ হোম দরকার,কারন এই রাষ্ট্র তৈরীতে একাত্তরে ওদের স্বজনের জীবন গেছে আর এখন রাষ্ট্র পক্ষের সাক্ষী দিতে ওদের জীবনই শংকারমুখে। কারন আসামীপক্ষ দলীয় শক্তি ও অর্থব্যয়ে সাক্ষীদের মেরে ফেলতে পারে । এটা কল্পনা নয় বাস্তবতা।
ধন্যবাদ ।
এইটুকুতো বিশ্বাস করবেন,দেশ স্বাধীন না হলে অর্থাৎ একাত্তরে মুক্তিযোদ্ধারা পরাজিত হলে আজ যারা শাস্তি পাচ্ছেন তারা দেশপ্রেমিকের খেতাব পেতেন। মোটকথা স্বাধীন হওয়াতে পরাজিতরা কৃতকর্মের শাস্তি পাচ্ছেন ।
২। মাওলানা মতিউর রহমান নিজামীঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56011
৩। আলী আহসান মোঃ মুজাহিদঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/55102
৪। মোঃ কামারুজ্জামানঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56223
৫। এটিএম আজহারুল ইসলামঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/53713
৬। মীর কাসেম আলীঃ http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/8351/enlighten/56087
পরবর্তীতে আপনার লিংকগুলোর উত্তর দেয়ার চেষ্টা করব।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন