রাজাকার কে !!!
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৮:৩০ সকাল
এই পর্যন্ত ট্রাইব্যুনালে যত জনেরই মামলা ও রায় হয়েছে, এদের বিষয়ে ট্রাইব্যুনাল পক্ষ এবং ট্রাইব্যুনালের বিচারক রাজাকার হিসেবে চিহ্নিত করে কৃত অপরাধের জন্য শাস্তী দিলেও বিবাদী পক্ষ বলছে সে রাজাকার নয়, অপরাধের প্রশ্নই আসে না । এতে বিস্ময় জাগে তাহলে রাজাকার কে ?
জানা থাকলে, দয়া করে প্রথম সারির পাঁচ জন রাজাকারের নাম বলে আমার কৌতুহলটা নিবৃত করুন ।
বিষয়: রাজনীতি
২৬৬৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক
এদের বিচার কোন ট্রাইব্যুনালে চলছে ? বুঝলাম না।
ধন্যবাদ।
আপনার মন্তব্যে বিস্মিত। আপনি কেন এধরনের অশালীন আক্রমনাত্মক মন্তব্য দিলেন,তা আপনিই ভালো জানেন। আমার লিখা পছন্দ না হলে যুক্তি দিয়ে শালীন ভাষায় লিখতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন ।
এ মন্তব্যটি প্রত্যাহার করে নেয়ার অনুরোধ রইলো।
ধন্যবাদ।।
জানাবেন কিন্তু।
ধন্যবাদ।
ধন্যবাদ।
সত্য বলে এখন আমি কোথা দিয়ে ঢুকি!
তবে আপনি রাজনীতি ছেড়ে থাকতে চাইলেও রাজনীতি কিন্তু আমি-আপনি কাউকে ছাড়েনা।
দাম-কত?
ধন্যবাদ।
ধন্যবাদ।
এইমাত্র জানলাম সাঈদী সাহেবের আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। এখন নিন্দুকেরা বলছে, সরকার এবং জামায়াত নাকি সমঝোতা হয়েছে। একমাত্র আল্লাহপাকই কানেন আসল সত্য। তবে আমি খুব খুশী এই কারণে যে, প্রতি বৃহষ্পতিবারে আমাকে বাসে করে সাভারের বাসায় যেতে হয়, রাস্তায় কোনো নিক্ষিপ্ত পেট্রোল বোমায় ঝলসে বাসায় উপস্থিত হতে রাজী নই আমি।
এরকম আরো অনেক কারনে আমি সহংসতা বন্ধ হয়েছে, ঠিক এই কারনেই এই রায়ে খুশী হয়েছি। এখন যে যার মত করে ভাবতেই পারি।
ধন্যবাদ আপনাকে।
অনেক শুভেচ্ছা আপনার জন্য।
যদিও ব্যক্তিগত বিষয়,সম্ভব হলে কৌতুহল নিবৃত করবেন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন