রাজাকার কে !!!

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৮:৩০ সকাল









এই পর্যন্ত ট্রাইব্যুনালে যত জনেরই মামলা ও রায় হয়েছে, এদের বিষয়ে ট্রাইব্যুনাল পক্ষ এবং ট্রাইব্যুনালের বিচারক রাজাকার হিসেবে চিহ্নিত করে কৃত অপরাধের জন্য শাস্তী দিলেও বিবাদী পক্ষ বলছে সে রাজাকার নয়, অপরাধের প্রশ্নই আসে না । এতে বিস্ময় জাগে তাহলে রাজাকার কে ?


জানা থাকলে, দয়া করে প্রথম সারির পাঁচ জন রাজাকারের নাম বলে আমার কৌতুহলটা নিবৃত করুন ।


বিষয়: রাজনীতি

২৬৬৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265993
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:২০
মনসুর আহামেদ লিখেছেন : অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া, 
মারিয়া 
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো 
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা 
বিলকিস লায়লা 
দস্তার 
রুপবান 
মুক্তিযুদ্ধ ৭১ 
দ্রাবীড় বাঙাল 
লেয়লা ইসলাম 
বিলকিস 
বাংলা ৭১ 
ভিক্টোরিয়া 
হেলেনা 
পল্লব প্রভাতে 
খালেদ 
রুশো তামজিদ 
বারাংগনা 
মধুবালা 
সখি 
ফয়সাল১ 
মাঝি-মাল্লা, , 
লায়লার 
লায়লা০০৭ 
রাতুল দাস 
চকো চকো 
সায়েদ-রিয়াদ 
বিভ্রান্ত নাবিক 
ফাজিল 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২ 
দ্রাবীড় বাঙাল 
পিচ্চি পোলা 
কাওসাইন হক 
চাষা 
jahed_ullah 
নীরু 
সাদা মন 
সাদা মন 
চোথাবাজ 
আমি বিপ্লবী 
সততার আলো সকাল সন্ধ্যা 
এই নেরিকুত্তার এত নিক
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৭
209775
মহি১১মাসুম লিখেছেন : মনসুর ভাই চাইলাম পাঁচ জনের দিলেনতো অনেকগুলো। কিন্তু রাজাকার হিসেবে এদের নামতো আগে শুনিনি।
এদের বিচার কোন ট্রাইব্যুনালে চলছে ? বুঝলাম না।
ধন্যবাদ।
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৭
210401
মহি১১মাসুম লিখেছেন : জনাব মনসুর আহামেদ
আপনার মন্তব্যে বিস্মিত। আপনি কেন এধরনের অশালীন আক্রমনাত্মক মন্তব্য দিলেন,তা আপনিই ভালো জানেন। আমার লিখা পছন্দ না হলে যুক্তি দিয়ে শালীন ভাষায় লিখতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন ।
এ মন্তব্যটি প্রত্যাহার করে নেয়ার অনুরোধ রইলো।
ধন্যবাদ।।
265994
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৩১
শেখের পোলা লিখেছেন : জাতির ভগ্নির কাছে জানতে চান, তিনিই ভাল জানেন৷
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫১
209776
মহি১১মাসুম লিখেছেন : শেখ ভাই জাতির ভগ্নি এই নামে কোন নিক তো খুঁজে পাচ্ছিনা।
জানাবেন কিন্তু।
ধন্যবাদ।
১৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
209866
শেখের পোলা লিখেছেন : মা'র কাছে মামু বাড়ির গল্প বলতে চাইনা৷ জাতির পিতার নাম জপে অজ্ঞান হন আর তার কন্যাকে চিনিয়ে দিতে মানুষ লাগে!
265999
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৮
মামুন লিখেছেন : ব্যক্তিগতভাবে সাঈদী সাহেবের সুললিত কন্ঠের কোরআন তেলাওয়াত পছন্দ করি, মুগ্ধ হই, ওয়াজ ভালো লাগে। ওনার রাজনৈতিক জীবন নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আর এ দেশের নষ্ট রাজনীতি আমি পছন্দ করিনা, এ ব্যাপারে কোনো মন্তব্যও করব না।
ধন্যবাদ। Rose Good Luck
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৪
209767
egypt12 লিখেছেন : দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি,
সত্য বলে এখন আমি কোথা দিয়ে ঢুকি! Broken Heart
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৪
209777
মহি১১মাসুম লিখেছেন : মামুন ভাই সহজ সরল নিঞ্চাট মানুসিকতার জন্য ধন্যবাদ।
তবে আপনি রাজনীতি ছেড়ে থাকতে চাইলেও রাজনীতি কিন্তু আমি-আপনি কাউকে ছাড়েনা।
266010
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৩
egypt12 লিখেছেন : জনাব সালাহউদ্দিন কাদের চৌধুরী বর্ণিত যে মেশিনে ... তৈরি হয় সে মেশিনে যারা ঢোকেনি তারা সবাই রাজাকার।
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৭
209778
মহি১১মাসুম লিখেছেন : তাই নাকি! এই মেশিন কোন দেশের তৈরী।
দাম-কত?
ধন্যবাদ।
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:১৮
209798
egypt12 লিখেছেন : মেড ইন দিল্লি...*-Happy
266015
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৫
আবু নাইম লিখেছেন :
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০০
209779
মহি১১মাসুম লিখেছেন : নাইম ভাই,রাজাকার দিয়ে রাজাকারের ধ্বংস,এই রকম কিছু বুঝিয়েছেন কী!ঠিক বুঝলাম না।
ধন্যবাদ।
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
209971
আবু নাইম লিখেছেন : কথা তো স্পষ্ট! বুঝতে অসুবিধা হবার কথাতো নয়। জালিমদের দ্বারাই জালিমদের ধ্বংসের দোয়া করা হয়েছে। সেটা রাজাকার হোক আর মুক্তিযোদ্ধা হোক। কথা হচ্ছে জালিমদের দ্বারাই জালিমদের ধ্বংসের দোয়া করা, তাতে যেই জালিম হোক।
266037
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৯
মামুন লিখেছেন : ঠিক বলেছেন, আমি না চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না।
এইমাত্র জানলাম সাঈদী সাহেবের আমৃত্যু কারাদন্ড দিয়েছেন আদালত। এখন নিন্দুকেরা বলছে, সরকার এবং জামায়াত নাকি সমঝোতা হয়েছে। একমাত্র আল্লাহপাকই কানেন আসল সত্য। তবে আমি খুব খুশী এই কারণে যে, প্রতি বৃহষ্পতিবারে আমাকে বাসে করে সাভারের বাসায় যেতে হয়, রাস্তায় কোনো নিক্ষিপ্ত পেট্রোল বোমায় ঝলসে বাসায় উপস্থিত হতে রাজী নই আমি।
এরকম আরো অনেক কারনে আমি সহংসতা বন্ধ হয়েছে, ঠিক এই কারনেই এই রায়ে খুশী হয়েছি। এখন যে যার মত করে ভাবতেই পারি।
ধন্যবাদ আপনাকে।
অনেক শুভেচ্ছা আপনার জন্য। Rose Rose Rose Good Luck
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৩
210144
মহি১১মাসুম লিখেছেন : ধন্যবাদ মামুন ভাই।
266196
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০০
আফরা লিখেছেন : আমি বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না । তবে জামাত ,শিবিরের লোকদের পছন্দ করি ।
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫১
210143
মহি১১মাসুম লিখেছেন : আফরা আপনার সহজ সরল স্বীকারোক্তির জন্য ধন্যবাদ। আপনার বক্তব্য আমার কৌতুহল জন্মেছে-জামাত শিবিরও তো রাজনীতি করে,ওদের রাজনীতি পছন্দ করেন? আর জামাত শিবিরের লোকদের কেন পছন্দ করেন?
যদিও ব্যক্তিগত বিষয়,সম্ভব হলে কৌতুহল নিবৃত করবেন।
ধন্যবাদ।
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
210229
আফরা লিখেছেন : আবার ও বলছি আমি রাজনীতি পছন্দ করি না । জামাত শিবিরের(পোরুষ ও মহিলা ) লোকদের সাথে যতটুকু মিশেছি অন্যান্য লোকদের চেয়ে এদের কথা বার্তা, আচার আচরন ভাল পেয়েছি । অনেকের লিখিত কিছু বইও পড়েছি যার কারনে এদের প্রতি আমার ভাললাগ আছে ।
১৯ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫২
210234
ফেরারী মন লিখেছেন : উনি গরু খান না তবে গরুর ঝোল খেতে ভালোবাসেন। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আরে জামাত শিবির ভালো লাগলে তাদের আদর্শভিত্তিক দলও তো ভালো লাগার কথা কারণ সেটা তো তাদের দ্বারাই পরিচালিত।
266264
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৯
আনিসুর রহমান লিখেছেন : I think the whole subject matter are vague.The word রাজাকার and war criminal are not clear to Bangladeshi people!! Even me, Obviously everyone of the world wants criminal should be punished and innocent should not be killed for political reason. But what is going on in Bangladesh, Present regime are illegal regime and which tribunal they use for trial the war criminal(?)/ are criticized by nationally and internationally. Because this tyrannical regime use this kangaroo tribunal not for justice rather to percucate their political counter part.
267074
২১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:০৩
নূর আল আমিন লিখেছেন : আপনিও একটা রাজাকার যদি আম্লীগ নামক মেশিনের অপজিট সাইট দিয়া ঢোকেন আর যদি রাজাকার হোন তাইলে মেশিনের পজেটিভ দিক দিয়া ঢুকলে ভক্তিযোদ্ধা
২৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৫
211453
মহি১১মাসুম লিখেছেন : আমিন ভাই চমৎকার যুক্তি তবে এর জন্য জাতীয় ভাবে মেশিন উদ্ভাবন করা উচিত । নচেৎ রাজাকার মুক্তিযোদ্ধা বনে যাবে,যা অনৈতিক।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File