আগামীকালই আল্লামা সাঈদীর মুক্তি চাই।
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫০:৩১ রাত
আগামীকাল আল্লামা সাঈদীর মামলার রায়। সবাই জানে মামলা গুলো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা মামলা।আল্লামা সাঈদী নিরপরাধ। সরকার পক্ষ একটা অভিযোগও প্রমাণ করতে পারে নাই।১৬ কোটি মানুষ যাকে অন্তর থেকে ভালবাসে, তাকে ৫/১০ জন লোকের জিদের বলি কেনো দেয়া হবে। শাহবাগের ঐ নাস্তিকদের মেরে তাড়িয়ে দিয়ে আ'লীগ প্রমান করেছিল ঐ নাস্তিকদের সাথে তারা নাই।আসলে আ'লীগ নাস্তিকদের ছাড়লেও নাস্তিকরা আ'লীগকে ছাড়ে নাই।তারা একেকটা এজেন্ডা শেখ হাসিনাকে ধরিয়ে দিয়ে তাকে বাধ্য করছে তা বাস্তবায়ন করতে।আমি বিশ্বাস করি, আ'লীগের লোকজনও মনে করে সাঈদীর মামলা মিথ্যা।আমরা আশা করবো আল্লামা সাঈদী বেকসুর খালাস পাবেন। আগামীকালই আল্লামা সাঈদীর মুক্তি চাই।,
বিষয়: বিবিধ
১৬৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন