আগামীকালই আল্লামা সাঈদীর মুক্তি চাই।

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৫০:৩১ রাত

আগামীকাল আল্লামা সাঈদীর মামলার রায়। সবাই জানে মামলা গুলো শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যা মামলা।আল্লামা সাঈদী নিরপরাধ। সরকার পক্ষ একটা অভিযোগও প্রমাণ করতে পারে নাই।১৬ কোটি মানুষ যাকে অন্তর থেকে ভালবাসে, তাকে ৫/১০ জন লোকের জিদের বলি কেনো দেয়া হবে। শাহবাগের ঐ নাস্তিকদের মেরে তাড়িয়ে দিয়ে আ'লীগ প্রমান করেছিল ঐ নাস্তিকদের সাথে তারা নাই।আসলে আ'লীগ নাস্তিকদের ছাড়লেও নাস্তিকরা আ'লীগকে ছাড়ে নাই।তারা একেকটা এজেন্ডা শেখ হাসিনাকে ধরিয়ে দিয়ে তাকে বাধ্য করছে তা বাস্তবায়ন করতে।আমি বিশ্বাস করি, আ'লীগের লোকজনও মনে করে সাঈদীর মামলা মিথ্যা।আমরা আশা করবো আল্লামা সাঈদী বেকসুর খালাস পাবেন। আগামীকালই আল্লামা সাঈদীর মুক্তি চাই।,

বিষয়: বিবিধ

১৬৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265985
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:১৪
কাহাফ লিখেছেন : প্রকৃত মুমিন বান্দাদের মহান আল্লাহ বিভিন্ন ভাবে ইমতেহানে ফেলে তাদের ঈমান কে বৃদ্ধি করেন।তেমনি এক ইমতেহানে আল্লামা সাঈদী।আল্লাহ পাকের কাছে সবচেয়ে ভালো ফায়সালার মিনতি জানাই.......।
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
209842
আবদুল কাদের হেলাল লিখেছেন : আমিন। জাযাকাল্লাহু খাইরা।
266013
১৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩৪
আবু নাইম লিখেছেন :
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
209841
আবদুল কাদের হেলাল লিখেছেন : আমিন। জাযাকাল্লাহু খাইরা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File