এখন সময় জেগে উঠার, ঘুমানোর নয়! এখনি জেগে উঠ, ঝেড়ে ফেল সব ভয়!!

লিখেছেন লিখেছেন অন্ধকারের বাতি ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০১:৪১:০৯ রাত

নারায়ে তাক্ববির, আল্লাহুআকবার।

আমার সুপ্রিয় ধর্মপ্রান ভায়েরা,  আস্সালামুআলাইকুম। প্রথমেই বলে রাখি, সময়টা উত্তেজিত হওয়ার নয়।

মনে রাখবেন অত্যাচারি নিজের অজান্তেই নিজের পায়ে কুড়াল মারে যা তারা বুজতে পারে নিজেদের পতনের পর!

.

হে আমার সত্যবাদি ভায়েরা!

তোমরা পেছন পিরে দেখ, ইতিহাস কথা বলবে। বেশী দূরে তাকাতে হবে না বিগত ২৫- ৩৫ বৎসর পূর্বে তাকালেই দেখতে পাবেন।

অত্যাচারিকে ইতিহাস কখনো ক্ষমা করে না।

বন্ধুরা সময়টা উত্তেজিত হওয়ার নয়!!

.

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমিও আজ উত্তেজিত।

আমার বাংলার নয়নমনি, ইসলামের পতপতে ঝান্ডা যে সারা জীবন উড়িয়েছেন আজ তার দুর্দিনে আমরা চুপ থাকতে পারি না,  পারবো না!!

.

আল্লাহ আমাদের হাত দিয়েছেন পা দিয়েছেন,  আস্ত একটা মাথা দিয়েছেন। বসে থাকার জন্য নয় কাজে লাগানোর জন্য!

বন্ধুরা আমায় ক্ষমা করবেন, কারন সাঝিয়ে লিখার মত সময় আমার হাতে নেই।।

.

হে মুক্তিমনা ভাইয়েরা, মনে রাখবেন অত্যাচার সহ্যকরা আর করার ভিতরে পার্থক্য নেই।

তাই বলছি নিজেদের চিত্তকে জাগরিত করার পথে সদা প্রস্তুত থাক!

.

তবে মনে রেখ সময়টা উত্তেজিত হওয়ার নয়!

.

হে আমার মুসলিম ভাইরা, আজ কি তোমাদের রক্ত শীতল হয়েছে??

আশাকরি তা নয়.

যে মৃত্যু আমাদের দিবে চিরমুক্তির স্বাদ, সেই মুক্তিকে স্বাগত জানানোর জন্য সদা প্নস্তুত থাকা কি ফরজ নয়??

.

তার পররেও বলছি, সময়টা উত্তেজিত হয়ার নয়।

.

বন্ধুরা আমরা আমাদের সময়টাকে কাজে লাগাতে প্রস্তুত, নিজেদের পথ পরিষ্কার করার কাজ নিজেকে করতে হবে, আমরা জানি, যে জাতী নিজেকে সাহাজ্য করেনা,  সে জাতি কখনো আল্লার সাহাজ্য পায় না।

.

বন্ধুগন, এখন সময় আমাদের। সময় এখন মুক্তির!!

আমরা কারো গোলামী করার জন্য পৃথিবীতে আসিনি এই কথা তাদের বোজানোর আর উত্তম সময় কি হতে পারে????

.

এখন সময় জ্বলে উঠার, সময় এখন সদ্ব্যবহারের!!

.

আমরা সবাই ইরানের আহমাদিনেজাদ হতে পারবো না, কিন্তু তার আদর্শ কাজে লাগিয়ে আমরা হতে পারি এক একজন তরুন সৈনিক!!

.

আমরা ভয় পাওয়ার জাতী নই, আমরা বসে থাকার জাতী নই। ইসলাম আমাকে এটি শেখায় না।

.

আমাদের নয়নমনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদির রায় কালকে দিবে, সরকারের মহলরা হয়তো অনেক পরিকল্পনা করেছে কিন্তু আমাদের কোন পরিকল্পনা নেই।

কিন্তু,  বিজয় আসবে আমাদের ই, কারন সত্য সবসময় তার আপন গতিতে চলে। সে কারো ধার ধারে না।

.

বন্ধুরা, দেখতে থাকুন কি ঘটে, তখন ই আমরা নেব আমাদের চুড়ান্ত সিদ্বান্ত।

সময় আর দেয়া যায় না, দেশকে রসাতলে দিতে পারি না আমরা।

.

মোহাম্মদ বিন কাসিম, হযরত শাহজালাল (রHappy দের আত্না চিৎকার দিয়ে আমাদের ডাকছে, আমি শুনতে পাচ্ছি সেই করুন কন্ঠ!!

.

অন্তরের কান দিয়ে শোন তোমরাও শুনবে!!

.

ওহে জান্নাতি কাফেলার সাথীরা ধোর্য ধর, সময় তোমাদের অতি নিকটে,  প্রস্তুত হয়ে যাও!!!

.

প্রস্তুত হও সত্যের পথে বজ্রমুষ্টি ধরবার জন্য!!!!

আজকে, এই রাত্রেই, এখনি!!!!!

বিষয়: বিবিধ

১৩৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File