যুদ্বের আহবান: ইসলামী সংস্কৃতি বনাম নাস্তিকতা।

লিখেছেন লিখেছেন অন্ধকারের বাতি ২৭ জুলাই, ২০১৪, ০৯:৩৩:৩৬ রাত

সময় হয়ে গেছে আবার যুদ্ব করার!

এটা গৃহ যুদ্ব,ইসলাম রক্ষার যুদ্ব!

ক্যপার টা এমন, আপনি বাসায় এসে দেখলেন

আপনার চোট্র

বাচ্ছা টা বসে আছো টিভি সেটের

সামনে। সেখানে চ্যনেল

হিসেবে আছে সরাসরি "নাস্তিক টিভি"

নামের চ্যনেল! বিভিন্ন চল

চাতুরিতে সেখানে নাস্তিকি মতবাদ

বোজানো হচ্ছে,আর আপনার কোমল শিশু

মন তা আবলিলায় বিশ্বাস করে নিচ্ছে!!

হয়ে যাচ্ছে নাস্তিক????

যেমন টি হয়েছিল জাপানে!

হ্যাঁ, বাংলাদেশে আগামী ২৯ জুলাই

হতে চালু হতে যাচ্ছে "Atheist

TV" (নাস্তিক টিভি)!!

এখন সিদ্বান্ত আপনাদের হাতে,

কি করবেন!

এখানে দ্বায়িত্ব দুই জেনারেশনের

হাতে।

১.যুব সমাজ এই চ্যনেলের

বিরুদ্বে প্রচারণা করা তাগিদের সাথে,

ও বন্ধ করার জন্য আন্দোলন করা।

এলাকা ভিত্তিকভাবে র্যলি ও বিক্ষোব

মিচিল।

২. যারা বিবাহিত, যাদের সন্তান

আছে তারা নিজেদের সন্তানদের

ইসলামী শিক্ষা দেয়া যুক্তি সহ।

গতানুগতিক শিক্ষা নয়, যৌক্তিক

আলোচনা সহ।

যাতে সে অন্যকে বোজাতে পারে!

কারণ আগে আমাদের কোন

প্রতিযোগী ছিলনা, কিন্তু এখন

তৈরি হচ্ছে।

তাই তাদের সমুচিৎ জবাব দেয়ার

ব্যবস্থা তো করতে হবে!

ব্লগ: http://wayoftrooth.blogspot.com

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File