একটি নোটিশ বোর্ড ও ব্লগারদের প্রতি অবিচার

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ জুলাই, ২০১৪, ০৯:৩০:২৩ রাত

এই ক'দিন খুব বেশী ব্লগটাতে বসতে পারিনি।একেবারে বসিনি এমন নয়,মাঝে মধ্যে চোখ বুলিয়ে যাওয়ার চেষ্টা করেছি ।দু'একটি কমেন্টও করেছি যদিও তা আগের মত নয়। পড়ার আমন্ত্রনে সাড়া দেই নি বা দিতে পারিনি ,তাই অনেকগুলো আমন্ত্রনপত্র জমা পড়ে আছে। সম্ভবত ঈদের পরেও আর খুব বেশী একটা সময় ব্লগে দিতে পারবোনা । স্যরি হে বন্ধু স্বজন প্রিয় সহ ব্লগাররা ।

এই ক'দিন খুব সময় না দিলেও ব্লগে চোখ বুলিয়েছি অন্তত দুইবার। দু'একটা পড়েছি আর অনেকের শিরোনাম দেখে লেখার বিষয়বস্তু বুঝার চেষ্টা করেছি অনেকটা পত্রিকা পড়ার মত। যা লক্ষ করেছি, এই ব্লগে অনেক উঁচুমানের লেখক আছেন যারা কুরআন হাদীস নিয়ে চর্চা করেন । খুবই প্রিত হয়েছি কুরআন হাদীস ও ইসলাম বিষয়ক লেখাগুলো দেখে।যদিও কিছুটা মর্মাহত হয়েছি পাঠকের দৈন্যদশায়। অথচ অন্য বিষয়গুলোতে যেন পাঠকের অভাব পড়েনা।

আরেকটি বিষয় ক'দিন থেকে দেখতেছি,আর তাহলো ব্লগের মডুমামু/মামী কর্তৃক নোটিশ বোর্ডে দীর্ঘকালীন নোটিশ ঝুলতে থাকা। অনেকদিন থেকে ঝুলতে থাকা এই নোটিশ দেখে মনে হচ্ছে মডুমামু/মামী হয়তো রমাজান মাসের গুরুত্ব ও মাহাত্ব খুব ভালো করে বুঝতে পেরেছেন যে এই মাসে একে সত্তর। অতএব একটি ঝুলিয়ে দাও,প্রতিদিন অন্তত সত্তরজন করে নতুন ব্লগার রেজিষ্ট্রেশন করবে ।(!) নতুবা তারা এই নোটিশ ঝুলানোর পর নিজেরাই রমজানের ফয়েজ হাসিল করতে ব্যস্ত তাই এই নোটিশ বা ব্লগ সাইট দেখার মত ফুরসত পাচ্ছেন না।

কোনটাকে ধরে নেব ? যদি ধরি,যে একে সত্তর পাওয়ার আশায় এই নোটিশ ঝুলানো তাহলে একটি প্রশ্ন চলে আসে, এই ব্লগে কি ব্লগারের আকাল পড়েছে ?

এই প্রশ্নে অনেকেই বলবেন, না, ব্লগেতো কোন আকাল পড়েনি।বরঞ্চ দিন দিন ব্লগার বাড়ছে । তবে অনেক পুরাতন ব্লগার হারিয়ে যাচ্ছে ।

যদি প্রশ্ন করি কেন হারিয়ে যাচ্ছে ? তার জন্য কি মডুমামু/মামী দায়ী নয় ?

অনেকেই আমার সাথে একমত হয়ে উচ্চস্বরে বলবেন হা....। অতএব, হা জয়যুক্ত হয়েছে । কিভাবে ?

আচ্ছা বলেন, ব্লগে একজন ব্লগারকে ধরে রাখার দায়িত্বটা কার ? প্রথমত মডুমামু/মামীদের। তারাই ব্লগে একটা সুন্দর পরিবেশ তৈরী করবে,একজন ব্লগারকে লেখার প্রতি উৎসাহিত করবে, ভালো লেখাগুলোকে মুল্যায়ন করবে। এতেই তো ব্লগাররা আরো বেশীবেশী লেখার উৎসাহ পাবে।

সত্যিকার অর্থে কি ব্লগে এখন ভালো পরিবেশ আছে ? একটি বাগান ধ্বংস করার জন্য যেমনি একটি ছাগল যথেষ্ট, ঠিক তেমনি ব্লগের সুন্দর পরিবেশ নষ্ট করার জন্য মানুষ নামের দু'একটি শয়তানই যথেষ্ট। এই শয়তানদের হাত থেকে অন্যদের রক্ষা করতে মডুমামু/মামীরা অনেক সময় গড়িমসি করে ।

এই ক'দিনে একটি লেখাও নির্বাচিত পোস্টে ঝুলতে দেখিনি। কেন ? এই ক'দিন কি একটি লেখাও মডুমামু/মামীদের পছন্দের হয়নি ? তাহলে কিভাবে ব্লগাররা লেখার প্রতি উৎসাহিত হবে । আর নির্বাচিত পোস্টে ঝুলানো লেখাগুলোর বিষয়বস্তুরও পরিবর্তন আনা দরকার । মাঝে মধ্যে কবিতা,গল্প ,রম্য,প্যারোডি ইত্যাদি নির্বাচিত পোস্টে ঝুলালে এইগুলো নিয়ে যারা লিখেন তারা আরো বেশী করে লিখতে পারেন । কালেভদ্রেও এই বিষয়গুলোর কোন পোস্ট ঝুলতে দেখিনা । আমাদের মনে রাখতে হবে কাজী নজরুল,রবীন্দ্রনাথ ঠাকুর তারা কবি হিসেবেই সকলের কাছে পরিচিত ও সমাদ্ধৃত।

এই ক'দিনে যে একটি লেখাও নির্বাচিত পোস্টে ঝুলানো হলোনা, কালেভদ্রে কবিতা গল্প নির্বাচিত পোস্টে ঝুলানো হয়না, তা কি ব্লগারদের প্রতি অবিচার না ?

ধরে নিলাম,মডুমামু/মামীরা রমজানের ফয়েজ হাসিলে ব্যস্ত,তাই তারা এখন আর আগের মত ব্লগে সময় দিতে পারছেন না । যদি তাই হয় তবে তাদের দোয়ায় আমাদের শরিক রাখার অনুরোধ করছি । আর খুব তাড়াতাড়ি ব্লগে একটু সদয় হওয়ার আহবান জানাচ্ছি।

টুডে ব্লগ এগিয়ে যাক নতুন পুরাতন সকল ব্লগারের উন্মোক্ত শালীন পদচারনায় ।মডুমামু/মামীরা হোক আমাদের রাহবার।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248867
২৭ জুলাই ২০১৪ রাত ১০:০৪
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫১
193670
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
248871
২৭ জুলাই ২০১৪ রাত ১০:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনি টুডে ব্লগে প্রথম থেকেই ব্লগিং করে যাচ্ছেন আমার মনে হয় আপনার পোস্ট পড়ে বুঝার চেষ্টা করবেন ব্লগ কতৃপক্ষ।
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫২
193671
প্যারিস থেকে আমি লিখেছেন : এখন আর আগের মত মজা পাইনা,পাংশে।
248872
২৭ জুলাই ২০১৪ রাত ১০:১১
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত--আমিও ভেবে পাইনি যে, আমারব্ল্‌ প্রথম আলো বা নাগরিক ব্লগের নিয়মে পবিত্র রমজানেও রোজাসংক্রান্ত স্টিকিপোস্ট এখানে কেনো থাকলোনা?

সারা রমজানে অন্তত ১০টি স্টিকি পোস্ট আসা উচিৎ ছিলো, কিন্তু আসেনি; হয়তোবা রোজার গুরুত্ব সেভাবে মডুরা ভাবেননি?

ঈদসম্পরকেও তাই পোস্ট স্টিকি হবেনা বলেই ধরে নিয়েছি।

তাহলে অন্য ব্লগের সাথে এর কি ফারাক বুঝলাম না।

আপনাকেও অনেক ধন্যবাদ
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৩
193672
প্যারিস থেকে আমি লিখেছেন : মডুমামু/মামী রোজার ফায়েজ হাসিলে ব্যস্ত ছিলেন জনাব।Crying Crying Crying
248875
২৭ জুলাই ২০১৪ রাত ১০:১৬
শারমিন হক লিখেছেন : সত্য কথা ভাই।
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৩
193673
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ তাই।
248881
২৭ জুলাই ২০১৪ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সহমত
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৩
193674
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
248891
২৭ জুলাই ২০১৪ রাত ১১:০৩
আহ জীবন লিখেছেন : সহমত। সবই সিস্টেম এর কল।
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৪
193675
প্যারিস থেকে আমি লিখেছেন : সিস্টেমে পড়লে কি যে দশা হয় তাই দেখতে পাচ্ছি।
248893
২৭ জুলাই ২০১৪ রাত ১১:০৭
চিরবিদ্রোহী লিখেছেন : সহমত,জাযাকাল্লাহ খইর
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৪
193676
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
248956
২৮ জুলাই ২০১৪ রাত ০৩:০৩
কথার_খই লিখেছেন : মাঝে মাঝে মনে ব্লগ সম্পাদক ব্লগের প্রতি মনযোগী নয়!! ব্লগারদের প্রস্তাব সমস্যার প্রতি তার অবহেলা!!!!!
২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৫
193677
প্যারিস থেকে আমি লিখেছেন : কিন্তু এভাবে কতদিন আর।
249042
২৮ জুলাই ২০১৪ দুপুর ০২:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : এ ব্লগের কদু সরি মডুদের ঈদের শুভেচ্ছা অন্তত একটি পোষ্ট স্টিকি হয়েছে।
ঈদের শুভেচ্ছা।

ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে রান্নাঘড়ের প্রতিটি হাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
আমার ঈদ বোনাস যেনো ঠিকঠিক পাই হামমম এটা যেনো মনে থাকে।

Good Luck Good Luck Good Luck

২৯ জুলাই ২০১৪ দুপুর ০৩:৫৬
193678
প্যারিস থেকে আমি লিখেছেন : এতদিন কোথায় ছিলেন ? হাতুড়ি দিব নাকি ?
১০
251349
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৫:৪৫
শেখের পোলা লিখেছেন : শরিক রইলাম৷
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
195608
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
১১
251359
০৬ আগস্ট ২০১৪ সকাল ০৬:০৬
বুড়া মিয়া লিখেছেন : ইদানীং মনে হয় আপনার লেখাও কম আসছে!
এতে করে আমরা যারা পাঠক এবং মন্তব্যকারী রয়েছি তারা বিভিন্ন পোষ্টে হৈ-চৈ করতে পারছি না, ঠিকমত! এ ব্যাপারটাও খেয়াল রাখবেন।
০৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৮
195609
প্যারিস থেকে আমি লিখেছেন : এই বিষয়টা লেখার শুরুতেই বলেছি এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করেছি।
১২
251528
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৩
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৩
251539
০৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File