মনের একটা চাপা উচ্ছাস:আমার প্রাণের স্পন্দন বিডি ব্লগ
লিখেছেন লিখেছেন অন্ধকারের বাতি ২৪ মে, ২০১৪, ০৫:৪৬:১০ বিকাল
আমি এই ব্লগে এসেছি বেশি দিন হয় নি। সপ্তাহ খানেক হবে। তবে এর ভিতরে যতটুকু আপ্যায়ন পেয়েছি...... আমি অভিভূত।
আমার মনের ছোট্র একটা জিজ্ঞাসা, এই ব্লগের সবাই এত ভালো কেন????
বিষয়: বিবিধ
১৪৯০ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিও কি সেরকম কিছু বললেন ভাইয়া? সূর্যের পাশে হ্যারিকেন ভাইয়া @
কেউ আবার করে দেয় অন্যায়ের বিরুদ্বে সাবধান!
কেউবা হাসায়, কথার চলে
কেউবা হয় সিরিয়াস, লেখনির কৌশলে।
দেখেন কেউ রেডি হয়ে আছে সাহাজ্য করবে বলে,,,
কেউ বা হুমড়ি খেয়ে পড়ে কথা বৃষ্টির ঠান্ডা অনলে।
নানান রকমের লোক, নানান ধরনের মত
তবু আমরা একসাথে বয়ে চলেছি টুডে ব্লগ নামের এই আলো ছড়ানো রথ!!!!
আমার পরিক্ষা তো তাই সবার রিপ্লাই করতে পারছিনা,দু:খিত। আরেকটা কথা, আমি পুরুষ!
মন্তব্য করতে লগইন করুন