হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১৮
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৪ মে, ২০১৪, ০৬:০৬:১৫ সন্ধ্যা
অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী বলেন, ১৩ দফা যদি মানতে হয়, তবে সেনাবাহিনীতে যে নারী সদস্যরা রয়েছেন, তাদেরও বোরখা পরতে হবে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে রাজনীতি ছেড়ে বোরখা পরে ঘরে ফিরে যেতে হবে। (দৈনিক যুগান্তর, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
গণজাগরণ মঞ্চের শারমিন আক্তার লাকি বলেন, আজ নারীরা হিমালয় পর্বত জয় করছেন। আর হেফাজত চায়. নারীকে গৃহবন্দী করতে। দেশের উন্নয়ন নারীর হাত দিয়ে এসেছে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারী। সুতরাং, ১৩ দফা দাবি বাতিল করতে হবে। (দৈনিক যুগান্তর, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনের আদলে নতুন কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই। (দৈনিক প্রথম আলো, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্লাসফেমি আইনের আদলে নতুন কোনো আইন প্রণয়নের হেফাজতে ইসলামের দাবী নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনসহ প্রচলিত অনেক আইনেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। খবর বিবিসির। (দৈনিক ইত্তেফাক, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
হেফজতে ইসলামের দাবী পূরণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী ডঃ হাছান মাহমুদ। তাদের অনেক দাবীই সরকার ইতিমধ্যে পূরণ করেছে বলে জানিয়েছেন তিনি। (দৈনিক মানবজমিন, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, উন্নয়নের এই যুগে এ ধরণের সাম্প্রদায়িক, মৌলবাদী দাবি কেউ আশা করে না। এসব দাবি কেউ মানবে না। আমরা আশা করছি, সবার আলোচনার মাধ্যমে সুন্দর একটা সমাধান আসবে। (দৈনিক ভোরের কাগজ, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
হেফাজতের দাবি সংবিধান ও মানবাধিকার পরিপন্থী মন্তব্য করে সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এদের দাবি মানলে আমরা মধ্যযুগে ফিরে যাবো। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা মূল্যবোধ আর আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশ পরিণত হবে তালেবান রাষ্ট্রে। (দৈনিক ভোরের কাগজ, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
হেফাজতের দাবিগুলো অযৌক্তিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ও জানিপপ (জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, এরা যদি এ দেশে একবার সুযোগ পেয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাহিনী এসে হানা দেবে। এটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি হাল্কাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এদের দাবি মানা হলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। (দৈনিক ভোরের কাগজ, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)
(চলবে)
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাথেই থাকুন, অনেক চমকই দেখবেন আশা করি।
পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য হলো মৃত্যু।
মন্তব্য করতে লগইন করুন