হেফাজতে ইসলামের ১৩ দফা বিশ্লেষণ ও প্রাসঙ্গিক ভাবনা ঃ পর্ব - ১৮

লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ২৪ মে, ২০১৪, ০৬:০৬:১৫ সন্ধ্যা

অভিনয় শিল্পী রোকেয়া প্রাচী বলেন, ১৩ দফা যদি মানতে হয়, তবে সেনাবাহিনীতে যে নারী সদস্যরা রয়েছেন, তাদেরও বোরখা পরতে হবে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে রাজনীতি ছেড়ে বোরখা পরে ঘরে ফিরে যেতে হবে। (দৈনিক যুগান্তর, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

গণজাগরণ মঞ্চের শারমিন আক্তার লাকি বলেন, আজ নারীরা হিমালয় পর্বত জয় করছেন। আর হেফাজত চায়. নারীকে গৃহবন্দী করতে। দেশের উন্নয়ন নারীর হাত দিয়ে এসেছে। দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারী। সুতরাং, ১৩ দফা দাবি বাতিল করতে হবে। (দৈনিক যুগান্তর, ৭ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইনের আদলে নতুন কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই। (দৈনিক প্রথম আলো, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্লাসফেমি আইনের আদলে নতুন কোনো আইন প্রণয়নের হেফাজতে ইসলামের দাবী নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইনসহ প্রচলিত অনেক আইনেই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। খবর বিবিসির। (দৈনিক ইত্তেফাক, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

হেফজতে ইসলামের দাবী পূরণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী ডঃ হাছান মাহমুদ। তাদের অনেক দাবীই সরকার ইতিমধ্যে পূরণ করেছে বলে জানিয়েছেন তিনি। (দৈনিক মানবজমিন, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, উন্নয়নের এই যুগে এ ধরণের সাম্প্রদায়িক, মৌলবাদী দাবি কেউ আশা করে না। এসব দাবি কেউ মানবে না। আমরা আশা করছি, সবার আলোচনার মাধ্যমে সুন্দর একটা সমাধান আসবে। (দৈনিক ভোরের কাগজ, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

হেফাজতের দাবি সংবিধান ও মানবাধিকার পরিপন্থী মন্তব্য করে সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, এদের দাবি মানলে আমরা মধ্যযুগে ফিরে যাবো। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা মূল্যবোধ আর আদর্শ থেকে বিচ্যুত হয়ে দেশ পরিণত হবে তালেবান রাষ্ট্রে। (দৈনিক ভোরের কাগজ, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

হেফাজতের দাবিগুলো অযৌক্তিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান ও জানিপপ (জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ) চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, এরা যদি এ দেশে একবার সুযোগ পেয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাহিনী এসে হানা দেবে। এটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি হাল্কাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এদের দাবি মানা হলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে। (দৈনিক ভোরের কাগজ, ৮ এপ্রিল ২০১৩, অনলাইন সংখ্যা)

(চলবে)

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

225673
২৪ মে ২০১৪ রাত ০৮:৫৪
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ মে ২০১৪ সকাল ১০:২৪
172871
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ ভালো লাগার জন্য।
225675
২৪ মে ২০১৪ রাত ০৮:৫৯
আফরা লিখেছেন : আপনার লেখা গুলো আমি নিয়মিত পড়ি ভাইয়া ।কি ভাবে কমেন্ট করব বুঝতে পারি না । ধন্যবাদ ভাইয়া ।
২৫ মে ২০১৪ সকাল ১০:২৬
172873
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কেন খুব খারাপ লিখি নিশ্চয়? অন্যদের কত সুন্দর কমেন্ট করো। নিজের লেখাগুলো কত টাচি করে লেখ। তুমি নিজে তো সত্যিই খুব ভালো লিখতে পারো।
২৫ মে ২০১৪ দুপুর ০২:৫৫
172983
আফরা লিখেছেন : ভাইয়া আমি আসলে ,বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতি জগতের লোকজন বা আরো যারা বিশিষ্ট্য লোকজন আছেন তাদের সম্পর্কে আমার ধারনা অনেক কম তো তাই বলতে চেয়েছি ।আপনার লেখা পড়ে আমি হেফাজত সম্পর্কে অনেক কিছু জেনেছি ।াওনেক ধন্যবাদ ভাইয়া ।
২৬ মে ২০১৪ রাত ০১:৫৪
173238
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : তোমাকেও অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত সাথে থেকো। আশা করি অনেক কিছুই জানতে পারবে।
225955
২৫ মে ২০১৪ দুপুর ০১:৫৯
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তথা কথিত সুশীলদের হেফাজত সম্পর্কে উক্তি গুলো উল্লেখ করেছেন। কিন্তু আপামর জনসাধারনের মনের উক্তি গুলো কিন্তু ঠিক উল্টো।
২৫ মে ২০১৪ দুপুর ০২:২৪
172955
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : সুশীলদের আরো উক্তি বাকি আছে। ঠিক বলেছেন, জনগণের মনের কথা বিপরীত।
সাথেই থাকুন, অনেক চমকই দেখবেন আশা করি।
225978
২৫ মে ২০১৪ দুপুর ০২:৪৬
কবরের ডাক লিখেছেন : লেখাগুলো খুব ভালো লাগল। সকলেরই মৃত্যু ভয় থাকা উচিত। আর মৃত্যুর পর কঠিন জবাবদিহী যে করতে হবে তাতে কোনো সন্দেহ নেই।
২৫ মে ২০১৪ দুপুর ০২:৫৩
172980
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ধন্যবাদ, কবরের ডাক। আপনি সত্যিই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন।
পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য হলো মৃত্যু
১২ জুন ২০১৪ দুপুর ০১:২৯
180816
কবরের ডাক লিখেছেন : সবচেয়ে আশ্চর্য়ের বিষয় হলো এতকিছুর পরও আমরা সেটিই ভুলে যাই।
226009
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৩৮
আতিক খান লিখেছেন : হেফাজত নিজেই দাবি আদায়ের জন্য আন্তরিক নয়। হলে আলোচনার মাধ্যমে বর্তমান প্রেক্ষাপটে একটা গ্রহণযোগ্য সমাধান হয়ত বের হত। আর রাজনৈতিক নেতারা সবসময় তাদের স্বার্থ রক্ষার্থেই বক্তব্য দিয়ে থাকেন, অবাক হবার কিছু নেই। ভালো লাগলো।
২৬ মে ২০১৪ রাত ০১:৫৬
173239
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ভাই আতিক খান, কাবুলিওয়ালার সেই গল্পটা মনে আছে? মিনির প্রশ্নের উত্তরে সে একবার বলেছিল, শ্বশুড়কে মারিতাম কিন্তু কি করিব, হাত যে বাঁধা।
226035
২৫ মে ২০১৪ বিকাল ০৪:১৮
ইবনে আহমাদ লিখেছেন : খুবই ভাল লাগলো। কি ভাবে তারা সবাই একমত। ঐক্যবদ্ধ। অথচ আমাদের অবস্থা হল এর বিপরীত।
২৬ মে ২০১৪ রাত ০২:০০
173240
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঐ সময়ে একবার আমার এক বন্ধুকে বলতে শুনেছিলাম, ৯০% মুসলমানের দেশে আমরা মুসলিমরা সংখ্যালঘু। কেননা আল্লাহ এবং তাঁর রাসুল (সঃ) কে নিয়ে আপত্তিজনক কথা বলার পরেও তো ৭৫%-৮০% মুসলিম তাদের কথাই বলে। এদের শরীর জ্বালা করে না কিংবা ভেতরে কোনো ক্ষোভও তৈরি হয় না। এরা শুধু নামেই মুসলিম।
226348
২৬ মে ২০১৪ দুপুর ১২:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইরান বা সেীদি আরবের উদাহরন দিলেও এদের শিক্ষা হবেনা। এই দেশগুলির নারিরা পর্দা করেও আমাদের দেশের নারিদের থেকে অনেক বেশি অগ্রসর।
২৬ মে ২০১৪ দুপুর ০১:১৭
173331
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কুয়োর ব্যাঙ বাইরের জগতের খবর রাখে না।
২৬ মে ২০১৪ দুপুর ০২:২৭
173354
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : কুয়োর ব্যাঙ বাইরের জগতের খবর রাখে না।
226423
২৬ মে ২০১৪ দুপুর ০৩:২৭
আমি মুসাফির লিখেছেন : কাফের দুনিয়া তো সব সময়ই উসলাম বিদ্বেষী কিন্তু তাদের সহযোগী মুসলিম নামধারীরাই মুসলমানদের চরম দুশমন তার্ি তাদের ক্ষমতার জন্য এই মুসলমান আলেমদেরকে দমন করার জন্য বিদেশে প্রপাগান্ডা চালাবে্।
২৬ মে ২০১৪ দুপুর ০৩:২৯
173384
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক বলেছেন। এজন্যই তো আমরা সংখ্যালঘু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File