বর্ষবরণে ন্যাক্কারজনক ঘটনা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১২ মে, ২০১৫, ০১:২২:২৬ দুপুর
গত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা নিয়ে আমাদের সুশীল সমাজ, নারীনেত্রী, সরকার কিংবা বিরোধীদল কারো কোনো বক্তব্য নেই। কারণ আমি ঠিক বুঝি না। এতবড় একটা ঘটনা ঘটে গেল অথচ দায়িত্বপ্রাপ্ত লোকজন দেখিনি, জানি না এ জাতীয় কথা বলেই খালাস। যেন আর কারো কোনো দায় নেই। প্রমান হিসেবে ছবি আছে অথচ এখনও জানা মতে কেউ আটক হয়নি। বিরোধীদল গুলোও চুপ করে আছে। হয় তাদের কোমর ভেঙ্গে গেছে নয়ত মনে করছে, এখন প্রতিবাদ করতে গেলে তো সব ক্রেডিট ছাত্র ইউনিয়নের হাতে চলে যাবে। এটা কোন্ ধরণের মানসিকতা? কেন আমরা এখনও জাতীয় কোনো ইস্যুতে, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে একমত হতে পারব না?
আমি আরো অবাক হয়েছি যখন দেখলাম এতবড় একটা ঘটনার পরও আমাদের তথাকথিত নারীনেত্রী যাঁরা হেফাজত ইসলামের ৫ মে ঘটনার পর গলা ফাটিয়ে বলেছিলেন, ১৩ দফা মানা হলে দেশ গোল্লায় যাবে, মধ্যযুগে ফিরে যাবে, নারীদেরকে বন্দী করে রাখার অপকৌশল ইত্যাদি তাঁরা একবারে চুপচাপ। বুঝলাম না তাঁদের গলা কী শুকিয়ে গেছে? কেন তাঁরা কোনো কথা বললেন না? তবে কী তাঁরা চান, দেশে এ রকম নোংরা সংস্কৃতি চালু হোক? একটা জনসমাগম এলাকায় একজন নারীকে বিবন্ত্র করে লাঞ্ছিত করা হবে অথচ নারী নেত্রী হয়েও তাঁরা কোনো কথা বলবেন না? এ ঘটনায় একজন নারী হিসেবে কি তাঁর/তাঁদের সম্মানহানী হয়নি? নাকি রাজনৈতিক লেজুড়বৃত্তি ও দলীয় আনুগত্যহীনতা প্রকাশের আশংকায় তাঁরা মুখে তালা মেরেছিলেন?
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাদের কাছে এইটা কোন ব্যাপার ই না!
এই ঘটনাকে উনারা প্রমোশন হিসেবে নিয়েছে, কারণ নারীদের উলঙ্গ করাই তো তাদের মূল লক্ষ। আর সেই লক্ষ অর্জনে এ ঘটনাটি একধাপ এগিয়ে দিল।
"আর তোমরা নিজেদের গৃহ মধ্যে অবস্থান করো এবং পূর্বের জাহেলী যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেড়িও না, নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো৷" (সুরা আহযাব ৩৩)
এখানে যে মেয়ে হেনস্তা হয়েছে বলে মিডিয়ায় আসছে আর আমরা হায় হায় করছি , দেখবেন যে মেয়েটি সেখানে গিয়েছেই ছেলেদের জটলার কাছে একটু ছোঁয়া পেতে । হয়ত সে তার বান্ধবীদের কাছে বাজি ধরেছিল যে ছেলেরা তাকে স্পর্শ করবেই ।
এসব ঘটনাতে আমরা যারা হাহাকার করছি সমাজে বিশৃঙ্খলার বিস্তার হয়েছে ভেবে, নারীরা হয়ত মনে মনে সেই মেয়েটাকে ঈর্ষা করছে ।
মন্তব্য করতে লগইন করুন