স্বাধীনতা তুমি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ১৪ মার্চ, ২০১৫, ০৯:৫৩:৩১ সকাল
স্বাধীনতা তুমি মুক্তিপাগল বাঙ্গালীর
হৃদয়ের রক্তক্ষরণ
স্বাধীনতা তুমি দামাল ছেলেদের
দূর্বার গণজাগরণ।
স্বাধীনতা তুমি শোষণের বিপরীতে
শান্তিকামীদের চূড়ান্ত হাতিয়ার
স্বাধীনতা তুমি রক্তের আখরে লেখা
শাণিত নাঙ্গা তলোয়ার।
স্বাধীনতা তুমি বঞ্চনামুক্ত বাঙ্গালীর
নাগরিক অধিকার
স্বাধীনতা তুমি ক্লান্ত যোদ্ধার মাথায়
স্নেহের পরশ বুলাবার।
স্বাধীনতা তুমি ভেদাভেদ ভুলে
মিলেমিশে একাকার
স্বাধীনতা তুমি মাথা উঁচু করে দাঁড়াবার
দৃপ্ত অ্ঙ্গীকার।
(আমার ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে মৌন'র লেখা কবিতা)
বিষয়: বিবিধ
১৪৭৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একেবারে বাপ কা বেটি। আল্লাহ তাকে উত্তম হায়াত দারাজ করুন।
ধন্যবাদ সালাউদ্দিন ভাই।
মন্তব্য করতে লগইন করুন