ঢাকায় মাইন্ড ট্রেনিং কোর্স
লিখেছেন লিখেছেন মোহাম্মদ শাব্বির হোসাইন ০৯ নভেম্বর, ২০১৪, ০৯:০২:৫৪ সকাল
আপনি কি জানেন আপনার ক্ষমতা কতটুকু? সৃষ্টিকর্তার দেয়া কতখানি মস্তিষ্ক আপনি ব্যবহার করছেন? আপনি নিজের জন্য কিংবা মানুষের জন্য কত কিছু করার সামর্থ্য রাখেন?
বিস্তারিত জানতে ঘুড়ে আসুন.......
Click this link
বিষয়: বিবিধ
২৬৭৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কুরআন ও সহীহ হাদীস পড়লে অনেক কিছুই শেখা যায় কিন্তু আপনি সেখান থেকে মেডিটেশনের কী শিখতে পেরেেছেন বলবেন কি? ট্রেনিং ছাড়া আপনি কীভাবে আপনার ব্রেইন ফ্রিকোয়েন্সি কমাবেন সেটা আমাকে শেখাবেন?
বই আর কিতাব পড়েই যদি সকলে সবকিছু শিখতে পারত তাহলে নীলক্ষেত থেকে মেডিক্যাল সায়েন্সের বই কিনে পড়েই তো ডাক্তার হওয়া যেত। তাই নয় কি? তাছাড়া কুরআন-হাদীস পড়ার জন্য আপনাকে কী প্রথমে কোনো হুজুরের কাছে আলিফ, বা, তা শিখতে হয়নি?
কোয়ান্টাম মেথড এর গুরুখ্যাত বোখারী একজন কাদিয়ানী ও লম্পট। ইসলামকে বিকৃত করে ব্যবসা করা এদের কাজ।
তবে কোয়ান্টাম বা সিলভা মেথড নিশ্চিতভাবে ধান্ধাবাজি ব্যবসা। এটি নিশ্চিতভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। যুক্তি প্রমাণের জন্য নিচের লিংকের পোস্টগুলি দেখুন-
http://pchelplinebd.com/Islam/archives/4542
https://www.facebook.com/QuantumMethod.BD/posts/606048502836722
http://talimulislambd.blogspot.com/2014/07/blog-post_9412.html
সিলভা একটি আন্তর্জাতিক মানের কোর্স। দীর্ঘ ৪৮ বছরেরও বেশি সময় ধরে সারা পৃথিবীতে এ কোর্স চালু আছে। আর এটা তৈরি হয়েছে দীর্ঘ ৫৫ বছরের গবেষণায়। এর সাথে যুক্ত ছিলেন বেশ কিছু বিজ্ঞানী। এখন পর্যন্ত বাংলাদেশ কেনো পৃথিবীর কোনো দেশের কেউই এটাকে ধান্দাবাজি হিসেবে প্রমান করতে পারেননি।
কাজেই অনুরোধ, একটি বিষয় সম্পর্কে ব্স্তিারিত জেনে তবেই মন্তব্য করুন। ঢালাও মন্তব্য থেকে বিরত থাকুন। কারণ আপনার মতো বিজ্ঞ মানুষের কাছে জাতি গঠনমূলক এবং সত্য বক্তব্য প্রত্যাশা করে।
এস.এম জাকির হুসাইন স্যারের কুরআনিক সেলফ কন্ট্রোল বইটা পড়ার অনুরোধ রইলো।
এস.এম জাকির হুসাইন স্যারের কুরআনিক সেলফ কন্ট্রোল বইটা পড়ার অনুরোধ করার জন্য ধন্যবাদ। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, উনার এ বিষয়ে ২টি খন্ডই আমার ২০০৪ সালে পড়ার সুযোগ হয়েছিল। বই ২টি এখনও আমার সংগ্রহে আছে।
আর যাই হোক, শাব্বির ভাই আপনার কাছ থেকে এমনটা আশা করিনি।
[url href="http://mqmission.blogspot.com" target="_blank"]Click this link[/url
মন্তব্য করতে লগইন করুন