আমি-ভালোবেসে যাবো তোমাকে
লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ১৪ মার্চ, ২০১৫, ০৮:২৩:৪৮ সকাল
ভালো থাকাটাই আসল তোমার...
সেটা তুমি যেমন করেই থাকো,
ভালো থাকো তুমি তোমার মতো করে...
সেই জন্য কষ্ট হবে না আমার যদি থাকি না আমি দূরে।
আমার সাথে থাকতে হবে না তোমাকে,
ভালবেসেছি বলে ভালবাসতে হবে না আমাকে।
তোমার মুখের হাসি সেটাই তো দেখতে চেয়েছিলাম ভালোবেসে আমি,
সেটা যেমন করেই আসুক-শুধু হেসে যেয়ো তুমি।
ভালোবাসি বলে তোমাকে পেতে হবে এমন ভালোবাসা আমার নয়,
আমার ভালোবাসা তোমার মুখের হাসি-সেটাতেই আমার ভালোবাসার জয়।
আমি না হয় দূর থেকে দেখে সুখ খুজে নিবো!
তোমাকে কাছে না পাই-আমি দূরেই রবো।
কষ্টের কালো মেঘের ছায়া যেনো না আসে তোমার চোখে, ভালোবাসি আমি-ভালোবেসে যাবো তোমাকে।
বিষয়: বিবিধ
১৬৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
1+1+1+1 ৬ মাস
এতো ভাল প্রেমিক আমি নই গো!
তোমার দেয়া কষ্ট আমি কেন একা বইবো??
1+1+1+1 ৬ মাস লাইক
মন্তব্য করতে লগইন করুন