আজো স্বপ্ন দেখি

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ১৫ মার্চ, ২০১৫, ০৬:৫৫:১৩ সন্ধ্যা

আজো স্বপ্ন দেখি, ভূল করে হলে ও ফিরবে তুমি আসবে আমার জীবনে।

সেই যেদিন প্রথম তোমায় দেখেছিলাম ,সেই থেকে ই তোমার জন্য আমার অপেক্ষার প্রহর গনা শুরু।

আজো আমি তোমার জন্য রজনীর কতটা প্রহর যে নির্ঘুম কাটিয়েছি যা তোমাকে বিশ্বাস করানো যাবে না।

এর পর ও তুমি আমায় দূরে সরিয়ে রাখো!

সত্যি করে বলবে কি তুমি কি আমার এই আবেগ বুঝ না ? নাকি বুঝে ও না বুঝার ভান করো?

জানো আজো ও আমি সেই সকাল থেকে রাত্র পর্যন্ত অপেক্ষায় থাকি এই বুঝি তুমি আসবে আমার কাছে বলবে ভালবাসি!

বিষয়: বিবিধ

১২২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File