ইদানিং মনে হয় সবার কাছে আমি এক অচেনা মানুষ

লিখেছেন লিখেছেন তেজোদীপ্ত আমজাদ ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪৬:১৩ বিকাল

ইদানিং মন দিয়ে প্রয়োজনীয় অনেক কিছুই করা হয়না।সবকিছু স্রেফ নিরর্থক বলে মনে হয়!আমি ঠিক যেনো একটা জড়ো পদার্থ,অসীমে গড়িয়ে যাচ্ছি।কিছু কিছু কথা বলার কোন মানুষ আমি চারপাশে খুঁজে পাইনা।সব মিলিয়ে ইদানিং মনে হচ্ছে আমি খুব একা।পালাই পালাই করে আমার দিন কাটে।আমার জীবনের সমাপ্তি-প্রাপ্তি প্রায় শূন্য।হয়ত জীবনটার আলটিমেইট কোন মানে নেই।আমি জানি,জীবনটা এমন না।জীবনের আল্টিমেইট মিনিং আছে।অথচ এত সব অনর্থক কাজে জড়িয়ে আছি যে সেই মিনিংটা খুঁজেই পাই না।সব কিছুরই যে পজেটিভ নেগেটিভ দুটো দিক আছে।কোন হতাশাই যে অসীম নয়,একসময় সেটা কাটিয়ে ওঠা সম্ভব সেটা আমি জানি।তবু কখনো অনুভব না করা এই ভয়ংকর হতাশার অনুভূতিতে আমার জীবন পুরোপুরি বিপর্যস্ত।কিভাবে এই সমস্যার সমাধান করা যায়,আমি জানিনা।আর আমার ভবিষ্যতটাও খুব বেশি অনিশ্চিত।আমি কী কখনো ভেবেছিলাম,আমার জীবন শূণ্যতায় ভরা হবে।কেন আমি আমার চাওয়াগুলোকে পাওয়ার সাহস করতে পারিনা!ইদানিং,আমি এভাবেই বৈশীষ্ট্যহীনভাবে জীবন কাটিয়ে নিজেকে কষ্ট দেই।আমি মনে হয় ভয়ংকর রকমের বিষন্নতা কমপ্লেক্সে ভোগি।আজকাল আমার পছন্দ অনেক বদলে গেছে।কিছুই যে আর আগের মতো নেই।প্রিয় সম্পর্কগুলো বদলে গেছে।প্রিয় চেনা মুখগুলো আজ বহু দূরে চিনেও না চিনার ভান ধরে

বিষয়: বিবিধ

১৭১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303712
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৭
আফরা লিখেছেন : আপনি একজন ভাল মানষিক ডাক্তার দেখান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File