- সুখের খোঁজে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ মে, ২০১৫, ০১:১৮:১৩ দুপুর
হয়তো আছি ভালো নয়তো ভালো নেই
হয়তো ভালো মন্দের অর্থ জানা নেই।
হয়তো আছি দ্বন্দে নয়তো ছন্দে নেই
হয়তো দ্বন্দের ছন্দ নাচন তা-ধিন-থেই।
কেমন আছো বন্ধু খুব ভালো বুঝি!
জমছে নাকি রোজ ভালো থাকার পুঁজি।
অভূক্ত সব হা তাকিয়ে থাকে রোজ
দেখা হয়না কিছু চলছে ভূরিভোজ।
বন্ধ রেখে চোখ একলা চলা হলে
এতেই হলো বুঝ ভালো থাকা বলে!
থাকতে গিয়ে সুখে দুঃখের বাড় বাড়ে
দুঃখেই আমার সুখ চেপে থাকে ঘাড়ে।
১২.০৫.২০১৫/১০.০৯
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়তো ব্লগে আছি
নয়তো কোথাও নেই
মন্তব্য করতে লগইন করুন